কলকাতার বুকে আয়ুষ্মান, বিনোদন জগতে নতুনদের সুযোগ দিতে নয়া উদ্যোগ

  • কলকাতায় আয়ুষ্মান খুরানা
  • বিশেষ সাক্ষাৎকারে খোলামেলা অভিনেতা
  • প্রতিযোগিতার বিচারক হিসেবে সেরার নাম ঘোষণা
  • শেয়ার করলেন নিজের স্টোরি

Jayita Chandra | Published : Jan 21, 2020 2:30 PM IST

সোমবার কলকাতার বুকে উপস্থিত হয়েছিলেন আয়ুষ্মান খুরানা। এক বেসরকারি প্যাকেজ ড্রিঙ্ক সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছিল খোলামেলা সাক্ষাৎকার। সেখানে উপস্থিত থেকেই আয়ুষ্মান খুরানা নিজের কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন সকলের সঙ্গে। এই সংস্থা থেকে আয়োজিত এক প্রতিযোগিতার বিচারক হিসেবে নির্বাচিত হন আয়ুষ্মান খুরানা। 

আরও পড়ুনঃ আয়ুষ্মানের জীবনের দর্শন বদলে ছিলেন তাহিরা, স্ত্রী-র জন্মদিনে আবেগঘন পোস্ট

Latest Videos

চলচ্চিত্র জগতে পা রাখার স্বপ্ন যাঁরা দেখেন তাঁদের জন্যই নতুন সুযোগ করেদিল এই সংস্থা। নিজের সেরা গল্প জমা দিলে শর্ট ফিল্ম তৈরি করার সুযোগ করে দেবে এই সংস্থা। কলকাতার বুকে সেরা প্রতিযোগীর নাম ঘোষণা করার জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল আয়ুষ্মান খুরানাকে। এই সুযোগ পেয়ে বেজায় খুশি অভিনেতা। শেয়ার করলেন নিজের জীবনের অনেক অভিজ্ঞতা। জানালেন তিনি পরিকল্পনা করেই এই প্রফেশনে এসেছিলেন। 

চুরান্ত পর্বে এসেছিল তিনজনের নাম। অঙ্কুর সিং, সান্তনু মঙ্গা ও অভিষেক দিবাকর। এদিন আয়ুষ্মান খুরানা বিজেতার নাম ঘোষণা করেন। সেরা গল্প হিসেবে নির্বাচিত হয়েছে অঙ্কুর সিং-এর গল্প। এদিন যাঁরা বিনোদন জগতে পা রাখার স্বপ্ন দেখছেন, তাঁদের উদ্দেশ্যে আয়ুষ্মান খুরানা জানান, তিনি অনেক পরিকল্পনা করেই কেরিয়ারে পা রেখেছিলেন। হঠাৎ করে কিছু হয়নি। সিনেমাতে আসার আগে কীভাবে পরিকল্পনা করেছিলেন সবটাই এদিন সকলের সঙ্গে শেয়ার করে নেন অভিনেতা।  

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
গেদে সিমান্তে বন্ধ ভিসা! বাংলাদেশ অশান্তিতে বিপাকে ব্যবসায়ীরা! | Nadia News Today
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো