স্ত্রী-র জন্মদিনে বিশেষ পোস্ট  আবেগঘন পোস্ট দেখে আপ্লুত স্ত্রী চলছে দিনভর সেলিব্রেশন সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মানের পরবর্তী ছবির ট্রেলার

মঙ্গলবার মহাসমারহে আয়ুষ্মান পালন করলেন তাঁর স্ত্রীর জন্মদিন। এদিন সকাল থেকেই কেক কাটা থেকে শুরু করে স্ত্রীর সঙ্গে বিশেষ সময় কাটানো, একের পর এক ছবি সামনে উঠে এল। বিয়ের পরই নতুন করে নিজের জীবন গুছিয়েছিলেন আয়ুষ্মান খুরানা। তা এবার প্রকাশ্যেই জানালেন অভিনেতা। 

আরও পড়ুনঃ মায়ের লাল শিফনে সাজলেন জাহ্নবী, খেয়াল করালেন শ্রীদেবীকে

View post on Instagram

মঙ্গলবার তাহিরার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করলেন আয়ুষ্মান খুরানা। সেখানেই স্মৃতি উগরে অভিনেতা লিখলেন তাঁর পুরোনো দিনের কথা। জানালেন, তাঁর স্ত্রী তাঁকে ভালোবাসতে শিখিয়েছেন। পাশাপাশি জীবনের প্রতি দর্শনও বদলেছে আয়ুষ্মানের। প্রথম ফ্ল্যাট নেওয়ার পর যখন তাঁরা নতুন সংসার পাতছিলেন, তখন যেন আরও কাছাকাছি আসা। 

View post on Instagram

স্ত্রীর সঙ্গে ২০১৯-এর শেষ সূর্যাস্তও দেখেছিলেন আয়ুষ্মান। রোম্যান্টিক মুডে সেই ছবিও নেট দুনিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। পাশাপাশি একাধিক ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত আয়ুষ্মান। সোমবারই মুক্তি পেয়েছিল তাঁর আগামী ছবির ট্রেলার। সেখানে আয়ুষ্মানের চরিত্রকে ঘিরে আবারও উত্তেজনার পারদ চরেছে ভক্তদের মধ্যে।