টলিপাড়ায় মেগা মিটিং, বৈঠকে একজোট হওয়ার ঘোষণা ফেডারেশন-চ্যানেল এবং প্রযোজকদের

Published : Jul 01, 2025, 12:51 PM IST
Tollywood

সংক্ষিপ্ত

টলিপাড়ায় মেগা মিটিং-এ চ্যানেল, প্রযোজক এবং ফেডারেশনের একজোট হওয়ার ঘোষণা। শ্যুটিং বন্ধ না রেখে কাজ চালিয়ে যাওয়া এবং টেকনিশিয়ানদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

৩০ জুন সোমবার ছিল টলিপাড়ায় মেগা মিটিং। এই মিটিং-র আঁচ আগেই পাওয়া গিয়েছে। এবার নির্ধারিত দিনে চ্যানেল কর্তৃপক্ষ এবং টেলিপর্দার প্রযোজকদের সঙ্গে বৈঠক সেরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।

তিনি বলেন, বিশেষ ত্রিপাক্ষিক কমিটি গঠন করার পাশাপাশি মহিলা শিল্পী ও কলাকুশলীদের জন্য উন্নতমানের শৌচালয় গড়ে তোলা হবে। বিশেষ ক্যান্টিন এবং ভালোমানের খাবারের ব্যবস্থা করা হবে। তবে, এই বৈঠকের পর সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছে, চ্যানেল-প্রযোজক এবং ফেডারেশন মিলে একটি কমিটি গঠন করা হবে। যে কমিটিতে স্টার জলসা, জি বাংলা, সান বাংলার এই তিন চ্যানেলের সদস্য থাকবেন। ফেডারেশন এবং প্রযোজকদের তরফ থেকে থাকবেন তিন সদস্য। এদিন এই মেগা মিটিং-র স্বরূপ বিশ্বাসের পাশে দেখা গিয়েথিল প্রযোজন নিসপাল সিং রানে এবং নীলাঞ্জনা শর্মাকে।

মিটিং-এ বলা হয়েছে আর শ্যুটিং বন্ধ নয়। হাতে হাত রেখে একজোট হয়ে এগিয়ে যেতে হবে। শ্যুটিং বন্ধ যে আখেড়ে ইন্ডাস্ট্রিরই আর্থিক ক্ষতি- তা বলা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ৩০ জুন, আজ বাংলা ধারাবাহিকের ঐতিহাসিক দিন। একসঙ্গে পথচলার অঙ্গীকার করেছে ফেডারেশন, চ্যানেল ও প্রযোজকেরা।

এরই সঙ্গে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হল-

চলতি শ্য়ুটিং বন্ধ করা যাবে না। সমস্যা হলে আলোচনার মাধ্যমে সুরাহা করতে হবে।

ফেডারেশন দীর্ঘদিন ধরেই টেকনিশিয়ানদের মাইনে বৃদ্ধি নিয়ে সরব হয়েছিল। বৈঠকে জানানো হয়, আলোচনা সাপেক্ষে এই সমস্যার সমাধান হয়েছে। প্রায় ৩০ শতাংশ মাইনে বাড়তে চলেছে কলাকুশলীদের।

তেমনই, মহিলাদের জন্য উন্নতমানের শৌচালয় গড়ে তোলা হবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার মিলবে প্রত্যেক স্টুডিওর বিশেষ ক্যান্টিনে।

এই কমিটির সমন্বয় বজায় রাখার দায়ভার নিয়েছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং প্রযোজক নিসপাল সিং। সোমবারের বৈঠকে আরও একটি সুখবর দেন স্বরূপ বিশ্বাস।

তিনি বলেন, এবার থেকে হিন্দি সিরিয়ালের শ্যুটিং যাতে কলকাতাতেও হতে পারে, তেমনই ব্যবস্থা করা হচ্ছে। সব ঠিক থাকলে, খুব শিগগিরি সেটাও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। সমস্যা কাটিয়ে আশার আলো দেখতে চলেছে টলিউড, তেমনটাই আশা করা করছেন সকলে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

NOC দিয়ে সিরিয়াল ছাড়ার পথে দিতিপ্রিয়া, জিতু সেটে ফিরতেই মহিলা কমিশনের দ্বারস্থ নায়িকা
টিভি দেখতে দেখতে ব্রেন স্ট্রোক অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের, এখন কেমন আছেন টেলি তারকা?