জনপ্রিয় বাংলা সিরিয়াল অভিনেত্রী শ্রাবণী বণিক ফুসফুসের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত হলেন। 'রাঙা বউ', 'গোধূলি আলাপ'-এর মতো একাধিক সিরিয়ালে কাজ করা এই অভিনেত্রী শেষ জীবনে আর্থিক অনটনেরও শিকার হয়েছিলেন। 

খারাপ খবর টলিপাড়ায়। না ফেরার দেশে পাড়ি দিলেন টলিউডের পরিচিত মুখ শ্রাবণী বণিক। এক সময় নিজের অভিনয় দক্ষতা বলে দর্শকদের মন কেড়েছেন। বিভিন্ন সিরিয়ালে কাজ করেছেন অভিনেত্রী শ্রাবণী বণিক। কিন্তু, তাঁর এত খ্যাতি হার মানল মারণ রোগের কাছে। দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারের আক্রান্ত ছিলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। বিগত কয়েক সপ্তাহ ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। যার জেরে শ্রাবণীকে হাসপাতালে ভর্তি হতে হয়। আজ সোমবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণী বণিক।

লালকুঠি, রাঙা বউ, গোধূলি আলাপ, সোহাগ চাঁদ-র মতো সিরিয়ালে কাজ করেছেন তিনি। বড় পর্দায় আলো, চাঁদের বাড়ি ছবিতে নজর কেড়েছেন। সিরিয়ালে কাজ করেছেন। অভিনয় জগতে নাম করলেও শেষ দিকে আর্থিক সমস্যায় ভুগছিলেন। যে কারণে তাঁর ছেলে সোশ্যাল মিডিয়ায় আর্থিক অবস্থার করা জানান। চিকিৎসার জন্য অর্থ চেয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেন।

তাঁর ছেলে লিখেছিলেন, মা-কে বাঁচানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করা সময় সাপেক্ষে ব্যাপাক তাই আপনাদের সকলের কাছে সাহায্যের অনুরোধ চাইছি। আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য করেও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সাহায্য ও শুভেচ্ছার জন্য আমরা কৃতজ্ঞ থাকব। - গত নভেম্বর মাসে এই পোস্ট করেন শ্রাবণীর ছেলে। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নায়িকা। বিদায় নিলেন চিরতরে। তাঁর মৃত্যুতে মনখারাপ সকলের। শোকের ছায়া বিনোদন জগতে।

তাঁর মৃত্যুতে পরিচালক বাবু বণিক লেখেন, কিছু পরিচয় কাজের সূত্রে হয় কিন্তু সেই পরিচয় যখন কোনও চাওয়া-পাওয়া, বা কোনও শর্ত বা কোনও স্বার্থ, সব কিছু ছাড়িয়ে একটা অন্য মাত্রা নেয়। দুটো পরিবারকে অদৃশ্য সুতোয় বেঁধে ফেলে, সেটাকেই বোধহয় প্রকৃত বন্ধু বলে। আজ শ্রাবণীকে হারিয়ে আমি, আমার পরিবার, আমরা সবাই বাকরুদ্ধ। চিরকাল কেউ থাকে না। কিন্তু শ্রাবণী এত তাড়াতাড়ি চলে যাবে বিশ্বাস করতে পারছি না।…