টিআরপি রেটিংয়ে শীর্ষে 'পরিণীতা'! এই সপ্তাহে কোন সিরিয়াল কত নম্বরে রয়েছে জানেন?

টিআরপি রেটিংয়ে 'পরিণীতা' ধারাবাহিক শীর্ষে! এই সপ্তাহে কোন সিরিয়াল কত নম্বরে রয়েছে জানেন?

গত সপ্তাহের মতোই চলতি সপ্তাহতেও টিআরপির শীর্ষে জায়গা করে নিয়েছে 'পরিণীতা' ধারাবাহিক। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে উদয় প্রতাপ সিংহ ও ইশানী চট্টোপাধ্যায়কে। গত সপ্তাহে এর রেটিং ছিল ৭.৮। এই সপ্তাহে এই সিরিয়ালের রেটিং ৮.৩।

প্রথম পাঁচে খুব একটা রদবদল হয়নি এই সপ্তাহে। তবে সিংহভাগ ধারাবাহিকের নম্বর বেড়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে 'ফুলকি' ধারাবাহিকটি। এই ধারাবাহিকের জুটি ফুলকি ও রোহিতের প্রাপ্ত নম্বর ৮.০। অন্যদিকে গত সপ্তাহে ৭.৫ নম্বর পেলেও এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটি।

Latest Videos

অন্যান্য ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে নম্বর তুলছে গীতা এলএলবি। এই সপ্তাহে এর রেটিং ৭.২। চলতি সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকটি। তাদের প্রাপ্ত নম্বর ৭.০। ষষ্ঠ স্থানে রয়েছে ‘কথা’। ‘কথা’র ঝুলিতে রয়েছে ৬.৯ নম্বর।

উল্লেখ্য প্রথম পাঁচ থেকে সরে গিয়েছে 'কথা' তাই বেশ অনেকটাই চিন্তার ভাঁজ পড়েছে কথা প্রেমীদের কপালে। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে ‘রাঙামতি তীরন্দাজ’ এবং ‘উড়ান’ এ দুই ধারাবাহিক।

এই সপ্তাহে নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘শুভ বিবাহ’ নামের ধারাবাহিক দুটি। ‘মিত্তির বাড়ি’ এবং ‘নিম ফুলের মধু’ টিআরপি তালিকার ১০ নম্বরেও জায়গা পায়নি।

Share this article
click me!

Latest Videos

চার হাজার ভোটে হেরে গিয়েও MLA সুকান্ত পাল! বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল নেতার
Basanti News: আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত প্রাপকরাই! TMC-র বিরুদ্ধে কাটমানির অভিযোগ BJP-র | Canning
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News
Netaji Subhash Chandra Bose-কে সামনে রেখে শুধুই ফায়দা লুটছে রাজনৈতিক দলগুলি? দেখুন
Kolkata-র বুকে ফের বহুতল বিপর্যয়! Tangra-এ হেলে পড়লো আস্ত ৬ তলা বিল্ডিং, আতঙ্কে গোটা এলাকা | Kolkata