বিবাহ অভিযানের সিক্যুয়েল এই আবার বিবাহ অভিযান। ২৫ মে মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই এই কমেডি ছবিকে ঘিরে বাংলা ছবির দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে।
আচমকাই ব়্যাপ আর গানের উল্লাস। আর সেই সঙ্গে বিভিন্ন ধরনের পোশাক আশাকে সেজে থাকা তরুণ-তরুণী দলের আবির্ভাব। নিউটাউনের আন্ডারব্রিজের গ্রাফিতি স্ট্রিটে তখন খানিকটা বিস্ময়, খানিকটা হচচকিয়ে ভাব সকলের মধ্যে। তরুণ-তরুণীদের দলটি তখন একে অপরকে চ্যালেঞ্জ করে চলেছে। আর সেই চ্যালেঞ্জের সুরেই নেচে উঠছে প্রত্যেকের শরীর। বিদেশে এই ধরনের নাচ খুবই পরিচিত। স্ট্রিট ড্রান্সের ছায়া একে হিপ-হপ বলা হয়। কলকাতায় নিউটাউনের বুকেও শুরু হয়েছে এমন একদল তরুণ-তরুণীকে নিয়ে স্ট্রিট ডান্স পারফরম্যান্সের। যারা এভাবেই হিপ-হপ করছে। এই দলটির হাত ধরেই রবিবারের বিকেলে তুমুল বৃষ্টির মধ্যে মুক্তি পায় আবার বিবাহ অভিযানের গান সবই মায়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা-অভিনেত্রী সোহিনী সরকার, প্রিয়ঙ্কা সরকার, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ, সৌরভরা।