Khadaan : ২০ কোটি পেরোতেই দুবাইয়ে প্রিমিয়ার খাদানের, দেখুন কী বলছেন দেব-যীশুরা
বক্স অফিস ২০ কোটি পেরোতেই খাদান পাড়ি দিল দুবাইয়ে। শনিবার দুবাইয়ে স্টার সিনেমা হলে প্রিমিয়ার হল খাদানের।
বক্স অফিস ২০ কোটি পেরোতেই খাদান (Khadaan) পাড়ি দিল দুবাইয়ে। শনিবার দুবাইয়ে স্টার সিনেমা হলে প্রিমিয়ার হল খাদানের। ছবি শেষের পর ভক্তদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি বড় ঘোষণা করলেন দেব (Dev Adhikari)-যীশু (Jisshu Sengupta) জুটি।