আবার ওটিটি-তে শাশ্বত। তবে এবার আর হিন্দিতে নয়, বাংলা ওটিটি-তে। পরিচালক রাজ চক্রবর্তীর আবার প্রলয়ের মূল চরিত্রে শাশ্বত। এক সাহসী পুলিশ অফিসারের ভূমিকায়।
বাংলা চলচ্চিত্র এবং অভিনয় সমাজে যে এক হতাশা তৈরি হয়েছে তা আবার প্রলয় তা মোচনের ক্ষমতা রাখে। এমনই মনে করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আবার প্রলয় থেকে তাঁর অভিনয় জীবন নিয়ে অনেক কথাই বললেন তিনি। আর এই প্রসঙ্গেই শাশ্বত সপাটে জানালেন যে আবার প্রলয়ের মতো কাজ বাংলা ওটিটি-তে এর আগে হয়নি। এই ওয়েব সিরিজকে প্রত্যক্ষ করা এক বিশাল অভিজ্ঞতা হতে চলেছে বলেও জানিয়েছেন তিনি। আর এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে পরিচালক রাজ চক্রবর্তীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শাশ্বত। তিনি আরও জানিয়েছেন যে, এখন বাংলায় ভালো চিত্রনাট্য না পেলে তিনি কাজ করবেন না। তিনি মনে করেন কেরিয়ারে এই মুহূর্তে তিনি এক পরিস্থিতিতে রয়েছেন যেখানে তিনি কাজ পছন্দ না হলে না বলার অধিকার রাখেন। তাঁর মতে, জীবনে কখনও না কখনও বিশাল করে না বলার স্পর্ধাও রাখা উচিত।