বাঘা বাঘা হে... গানটি সিনেমা মুক্তির আগে একটা সুর বেঁধে দেয়। এক কথায় সিনেমাটি কেমন হতে চলেছে তার একটি ঝলকও পেয়ে যাবেন গানের মধ্যে।
বাঘা বাঘা হে... গানটি সিনেমা মুক্তির আগে একটা সুর বেঁধে দেয়। এক কথায় সিনেমাটি কেমন হতে চলেছে তার একটি ঝলকও পেয়ে যাবেন গানের মধ্যে। এই উপলক্ষে আড্ডায় মাতলেন স্বয়ং 'বাঘা যতীন' দেব, সিনেমার পরিচালক অরুণ রায়-সহ গুরুত্বপূর্ণ কাস্ট এবং ক্রু। দেখুন সেই মজার ভিডিও।