ছকভাঙা নাচের তালে অন্য মেজাজে পাওয়া গেল দেবলীনা কুমারকে। দেবলীনার ইনস্টাগ্রাম পোস্টে তাঁর সেই নাচ বেশ পছন্দ করেছেন নেটিজেনরা ।
সোশ্যাল মিডিয়ায় ফের ভক্তদের মন জয় করলেন অভিনেত্রী দেবলীনা কুমার | ছকভাঙা নাচের তালে অন্য মেজাজে পাওয়া গেল অভিনেত্রীকে | মণিপুরী নাচের দোলায় মাতিয়ে দিলেন ভক্তদের মন | দেবলীনার ইনস্টাগ্রাম পোস্টে তাঁর সেই নাচ বেশ পছন্দ করেছেন নেটিজেনরা | যদিও ভুলত্রুটি হতে পারে বলেও জানিয়েছেন অভিনেত্রী |