সাদার ওপর বিভিন্ন রঙের প্রিন্ট। এমন প্রিন্টেড ট্রাউজার আর কোট পরেছেন জয়া। সঙ্গে পরেছেন মেরুন নুডুল স্ট্যাপ ক্রপ টপ। সদ্য এমন সাজে ছবি পোস্ট করে খবরে এলেন জয়া।
সাদার ওপর বিভিন্ন রঙের প্রিন্ট। এমন প্রিন্টেড ট্রাউজার আর কোট পরেছেন জয়া। সঙ্গে পরেছেন মেরুন নুডুল স্ট্যাপ ক্রপ টপ। এর ওপর পরেছেন প্রিন্টড জ্যাকেট। পায়ে স্নিকার্স। এমন সাজে দেখা গেল জয়া এহেসানকে। স্টাইল করে পোজ দিয়েছেন নায়িকা। সদ্য এমন সাজে ছবি পোস্ট করে খবরে এলেন জয়া। এই ছবি পোস্ট করার পরই মুহূর্তে তা হয়েছে ভাইরাল।