দুবাইয়ের আকাশে স্কাইডাইভিং টলিউড অভিনেত্রী তথা বাংলার সাংসদ মিমি চক্রবর্তীর । দুর্দান্ত অ্যাডভেঞ্চারে বেমালুম বদলে গেল চেনা মুখের ছবি।
দুবাইয়ের আকাশে স্কাইডাইভিং টলিউড অভিনেত্রী তথা বাংলার সাংসদ মিমি চক্রবর্তীর । দুর্দান্ত অ্যাডভেঞ্চারে বেমালুম বদলে গেল চেনা মুখের ছবি। স্কাইডাইভিং-এ অত্যন্ত প্রাণবন্ত দেখা গেল মিমিকে। ল্যান্ডিং-এর পর কানে হাত দিয়ে বোঝালেন যে, কিছুক্ষণের জন্য সব স্তব্ধ হয়ে গেছে। এই না হলে 'জীবনের উদযাপন'?