অধিকাংশ সময় মা কিংবা দজ্জাল শাশুড়ির চরিত্রেই ছবিতে নজর কাড়েন নন্দিনী চট্টোপাধ্যায়। এবার দজ্জাল শাশুড়ির অবতার ছেড়ে বিকিনিতে ধরা দিলেন নন্দিনী।
টেলিভিশেনের বেশ পরিচিত মুখ নন্দিনী চট্টোপাধ্যায়। বিভিন্ন সিরিয়ালে দেখা যায় তাঁকে। এছাড়া বড় পর্দায়ও কাজ করেছেন বহুবার। তবে, অধিকাংশ সময় মা কিংবা দজ্জাল শাশুড়ির চরিত্রেই ছবিতে নজর কাড়েন নন্দিনী চট্টোপাধ্যায়। এবার দজ্জাল শাশুড়ির অবতার ছেড়ে বিকিনিতে দেখা দিলেন নন্দিনী, ভিডিও দেখে হতবাক নেটজনতা।