৯ জুন মুক্তি পাচ্ছে বাংলা ওয়েব সিরিজ নষ্টনীড়। একান্ত আড্ডায় মুখোমুখি সন্দীপ্তা সেন ও অদিতি রায় । অদিতির সঙ্গে আগেও কাজ করার ফলে একটা বন্ডিং ছিল যা নষ্টনীড়ে কাজ সহজ করে দেয় জানান সন্দীপ্তা সেন ।
৯ জুন মুক্তি পাচ্ছে বাংলা ওয়েব সিরিজ নষ্টনীড় | একান্ত আড্ডায় মুখোমুখি সন্দীপ্তা সেন ও অদিতি রায় | ‘সন্দীপ্তার সঙ্গে আগে বোধন ওয়েব সিরিজে কাজ করেছি, যার ফলে সন্দীপ্তার অভিনয় গুণকে ধরা খুব হয়েছে, যে যে জিনিসগুলো অপর্ণার চরিত্রে ফোটাতে চেয়েছি, পেরেছি, সন্দীপ্তার মধ্যে প্রচুর সুক্ষ সুক্ষ গুণ রয়েছে, যা কাজে লাগে’, জানলেন পরিচালক অদিতি রায় । সন্দীপ্তা জানায় ‘অদিতিদি-র সঙ্গে আগেও কাজ করেছি, ফলে একটা বন্ডিং ছিল, পরিচালকের চাহিদাকে বুঝে ফেলতে পারলে কাজ খুব সহজ হয়’ ।