এবারের জন্মদিনটা বেশ অন্যরকম ভাবে কাটালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন । অভিনেত্রীর বেশ কয়েকজন ভক্তদের সঙ্গে কাটানো মুহুর্তে জন্মদিন হয়ে উঠল স্পেশাল ।
এবারের জন্মদিনটা বেশ অন্যরকম ভাবে কাটালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন । আলোর ঝলকানি নয়, বরং হৃদয়ের উষ্ণতায় ভরে রইল মুহুর্তরা । অভিনেত্রীর বেশ কয়েকজন ভক্তদের সঙ্গে কাটানো মুহুর্তে জন্মদিন হয়ে উঠল স্পেশাল । কেক, মোমবাতি আর শুভেচ্ছা তো ছিলই, সঙ্গে ছিল ভক্তদের নিজেদের হাতে তৈরি করা দারুণ কিছু উপহার । কোথাও স্ফটিকের পদ্ম, কোথাও সন্দীপ্তার ছবির হ্যান্ডমেড অ্যালবাম । কোথাও আবার সন্দীপ্তার ছবি দিয়ে সাজানো স্মারক । সবমিলিয়ে ভক্তদের ভিড়ে যেন নতুন করে নিজেকে ফিরে পেলেন অভিনেত্রী ।