'পুরুষকেও মনে রাখতে হবে তারা নারীর গর্ভজাত। নারী তাই সম্মাননীয়' জেনে নিন কেন এমন বললেন শ্রাবন্তী?

বাঘাযতীন তরুণ সংঘের ৭৫ তম বার্ষিকীতে 'নারী শক্তির উত্থান' থিমে এবারের পুজো। অভিনেত্রী শ্রাবন্তী চৌধুরী উদযাপনে যোগ দিয়ে নারীদের স্বাধীনতা এবং সম্মানের বার্তা দিয়েছেন।

সদ্য প্রকাশ্যে এল বাঘাযতীন তরুণ সংঘের পুজোর মুখ। বড় পর্দার দেবী চৌধুরানী অর্থাৎ শ্রাবন্তী এ বছর পুজো উদ্যোক্তাদের সঙ্গে উদযাপনে শামিল ছিলেন। ৭৫ বছরে পা দিল বাঘাযতীন তরুণ সংঘের পুজোর। এবছরের ভাবনা নারী শক্তির উত্থান। পুজো কমিটির অন্যতম সম্পাদক, চিত্রগ্রাহক তথাগত ঘোষ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শ্রাবন্তী আর নারী স্বাধীনতা সামর্থক। আজন্ম নিজের জোরে নিজেকে খ্যাতির শীর্ষে তুলে নিয়ে গিয়েছেন তিনি। তাই তাঁকে বেছে নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, যা করেছি নিজের জোরে। এখনও লড়াই চলছে। বাবা সেনাবাহিনীতে কাজ করেছেন। দাদু স্বাধীনতা সংগ্রামী। লড়াই, স্বাধীনতা আমার রক্তে মিশে।

Latest Videos

এদিন নারীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন শ্রাবন্তী। তিনি বলেন, শারীরিক দিক থেকে হয়তো আমরা পুরুষের সমকক্ষ নই। কিন্তু, মানসিক দিক থেকে আমরাই এগিয়ে। নারী চাইলে সব পারে। মেয়ে, মা, বোন, স্ত্রী, প্রেমিকা- নানা রূপে আত্মপ্রকাশ তার। প্রকৃত অর্থেই দশভুজা। তিনি আরও বলেন, পুরুষকেও মনে রাখতে হবে তারা নারীর গর্ভজাত। নারী তাই সম্মাননীয়। তাকে সম্মান দেওয়া মানে প্রকৃতি, সৃষ্টির সম্মান করা।

হাতে আর কটা দিন। তারপর পুজো প্যান্ডেলে আসছেন মা দুর্গা। চারিদিকে শুরু হয়েগিয়েছে পুজোর প্রস্তুতি। বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। তেমনই কোথায় কোন থিমে পুজো হবে তা সব প্রস্তুত। আর অল্প দিনের অপেক্ষা। এরই মাঝে উৎসব মুখী শ্রাবন্তী। তাঁর কাছে এবারের বিশেষ পুজো বাঘাযতীন তরুণ সংঘের পুজো। এবার পুজোয় এই মণ্ডপেও তাঁকে দেখা যাবে বলে জানা গিয়েছে। 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata