'পুরুষকেও মনে রাখতে হবে তারা নারীর গর্ভজাত। নারী তাই সম্মাননীয়' জেনে নিন কেন এমন বললেন শ্রাবন্তী?

বাঘাযতীন তরুণ সংঘের ৭৫ তম বার্ষিকীতে 'নারী শক্তির উত্থান' থিমে এবারের পুজো। অভিনেত্রী শ্রাবন্তী চৌধুরী উদযাপনে যোগ দিয়ে নারীদের স্বাধীনতা এবং সম্মানের বার্তা দিয়েছেন।

Sayanita Chakraborty | Published : Sep 18, 2024 5:57 AM IST / Updated: Sep 18 2024, 12:40 PM IST

সদ্য প্রকাশ্যে এল বাঘাযতীন তরুণ সংঘের পুজোর মুখ। বড় পর্দার দেবী চৌধুরানী অর্থাৎ শ্রাবন্তী এ বছর পুজো উদ্যোক্তাদের সঙ্গে উদযাপনে শামিল ছিলেন। ৭৫ বছরে পা দিল বাঘাযতীন তরুণ সংঘের পুজোর। এবছরের ভাবনা নারী শক্তির উত্থান। পুজো কমিটির অন্যতম সম্পাদক, চিত্রগ্রাহক তথাগত ঘোষ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শ্রাবন্তী আর নারী স্বাধীনতা সামর্থক। আজন্ম নিজের জোরে নিজেকে খ্যাতির শীর্ষে তুলে নিয়ে গিয়েছেন তিনি। তাই তাঁকে বেছে নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, যা করেছি নিজের জোরে। এখনও লড়াই চলছে। বাবা সেনাবাহিনীতে কাজ করেছেন। দাদু স্বাধীনতা সংগ্রামী। লড়াই, স্বাধীনতা আমার রক্তে মিশে।

Latest Videos

এদিন নারীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন শ্রাবন্তী। তিনি বলেন, শারীরিক দিক থেকে হয়তো আমরা পুরুষের সমকক্ষ নই। কিন্তু, মানসিক দিক থেকে আমরাই এগিয়ে। নারী চাইলে সব পারে। মেয়ে, মা, বোন, স্ত্রী, প্রেমিকা- নানা রূপে আত্মপ্রকাশ তার। প্রকৃত অর্থেই দশভুজা। তিনি আরও বলেন, পুরুষকেও মনে রাখতে হবে তারা নারীর গর্ভজাত। নারী তাই সম্মাননীয়। তাকে সম্মান দেওয়া মানে প্রকৃতি, সৃষ্টির সম্মান করা।

হাতে আর কটা দিন। তারপর পুজো প্যান্ডেলে আসছেন মা দুর্গা। চারিদিকে শুরু হয়েগিয়েছে পুজোর প্রস্তুতি। বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। তেমনই কোথায় কোন থিমে পুজো হবে তা সব প্রস্তুত। আর অল্প দিনের অপেক্ষা। এরই মাঝে উৎসব মুখী শ্রাবন্তী। তাঁর কাছে এবারের বিশেষ পুজো বাঘাযতীন তরুণ সংঘের পুজো। এবার পুজোয় এই মণ্ডপেও তাঁকে দেখা যাবে বলে জানা গিয়েছে। 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জলের তোড়ে চোখের সামনে তলিয়ে গেল বাইক, অল্পের জন্য রক্ষা পেলেন দুই বাইক আরোহী | Viral Video | Flood
কি অবস্থা দেখুন! নদিয়ায় সরকারি হাসপাতাল চত্বরে ঢুকুঢুকু'র আসর! যা হল দেখুন | Nadia Hospital News |
Suvendu Adhikari Live: কাঁথিতে মেগা জনসভা শুভেন্দু অধিকারীর, দেখুন সরাসরি
‘পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে’ ডিভিসির দিকে তোপ মুখ্যমন্ত্রীর | WB Flood
বিয়ে পাগলা বর! ২ বউ থাকতে তৃতীয় বিয়ে! ফুলশয্যার রাতে ধরা পড়ল বৌ সমেত বর | Maynaguri News Today