সদ্য হারিয়েছেন মেয়ে ঐন্দ্রিলা-কে, মায়ের শরীরে ১৪ বছর পর ফের ফিরল ক্যান্সার

১৪ বছর আগে ঐন্দ্রিলার-মত তাঁর মায়ের শরীরেও হানা দিয়েছিল এই মারণ রোগ। মেয়েকে হারানোর শোক এখনও টাটকা এর মধ্যে আবারও মায়ের শরীরে ফের প্রবেশ করল ক্যান্সার।

ঐন্দ্রিলা শর্মার মৃত্যু ঘটনাটি নাড়িয়েছিল সকলের মন। প্রাণবন্ত হাসিখুশি মেয়েটির এমন পরিণতি মেনে নিতে পারছিলো না টলিপাড়া-সহ বাংলার অগণিত দর্শক। ১৪ বছর আগে ঐন্দ্রিলার-মত তাঁর মায়ের শরীরেও হানা দিয়েছিল এই মারণ রোগ। মেয়েকে হারানোর শোক এখনও টাটকা এর মধ্যে আবারও মায়ের শরীরে ফের প্রবেশ করল ক্যান্সার।

১৩ জানুয়ারি শহরের এক স্বনামধন্য হাসপাতালে অপারেশন করা হবে ঐন্দ্রিলার মায়ের। মেয়ে চলে যাওয়ার পর থেকেই বিছানা ছাড়তে পারছিলেন না মা শিখা শর্মা। এমনকী ঐন্দ্রিলা নিজে অসুস্থ হওয়ার আগে মায়ের ক্যান্সার চিকিৎসা নিয়ে চিন্তিত ছিলেন। নিজে দায়িত্ব নিয়ে মায়ের চিকিৎসার ব্যবস্থাা করেছিল ঐন্দ্রিলা।

Latest Videos

মেয়ে ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হওয়ার কয়েক দিন আগেই শিখা শর্মার ক্যান্সার রিল্যাপস করেছিল। ঐন্দ্রিলা নিজে দিল্লিতে গিয়ে মায়ের চিকিৎসার সব ব্যবস্থা করেছিল। ঐন্দ্রিলা চলে যাওয়ার পর থেকে পরিস্থিতি আবারও বদলে যায় ১৪ বছর পর আবারও হানা দেন ক্যান্সার। চিকিৎসকরা আশাবাদী, তা শিখা শর্মা-কে চিন্তা করতে মানা করেছেন।

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
‘Trinamool-এর হাতেই তৃনমূল খুন হচ্ছে’ Samik Bhattacharya-র বিস্ফোরক মন্তব্য!