দাড়ি-গোঁফ কেটে নয়া লুকে শুটিং সেটে কামব্যাক সব্যসাচীর, সাধক 'রামপ্রসাদ'-কে দেখে হতবাক ভক্তরা

লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে অনেকটাই দূরে ছিলেন টলিউড অভিনেতা সব্যসাচী চৌধুরী। ভালবাসার মানুষ ঐন্দ্রিলাকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছিলেন সব্যসাচী। শেষমেষ দীর্ঘদিন পর সমস্ত ধাক্কা সামলে নিয়ে একেবারে নয়া লুকে শুটিং সেটে কামব্যাক করলেন সব্যসাচী।

Web Desk - ANB | Published : Jan 8, 2023 8:37 AM IST
112

দীর্ঘদিন বাদে ফের ছোটপর্দায় ফিরলেন টলিউড অভিনেতা সব্যসাচী চৌধুরী। প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার শোক কাটিয়ে শুটিং ফ্লোরে ফিরে সকলকে চমকে দিয়েছেন  অভিনেতা। একেবারে নতুন লুকে নিজেকে সামনে এনেছেন অভিনেতা।

212

ভালবাসার মানুষ ঐন্দ্রিলাকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছিলেন সব্যসাচী চৌধুরী। একরাশ স্মৃতিই এখন সব্যসাচীক সঙ্গী। মিষ্টিকে হারিয়ে কেমন আছেন সব্যসাচী, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। 

312

ঐন্দ্রিলার মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর থেকেই নিজের ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলেন বামাক্ষ্যাপা অভিনেতা সব্যসাচী চৌধুরী।  ফেসবুকের পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন ঐন্দ্রিলার সব্য। যেখানে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার নিত্যদিনের আপডেট দিতেন সেই জায়গাটাই আর রাখেননি অভিনেতা। তবে অভিনেতা কামব্যাকে সকলেই খুশি।

412


লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে অনেকটাই দূরে ছিলেন টলিউড অভিনেতা সব্যসাচী চৌধুরী। শেষমেষ দীর্ঘদিন পর সমস্ত ধাক্কা সামলে নিয়ে একেবারে নয়া লুকে শুটিং সেটে কামব্যাক করলেন সব্যসাচী। ফিরে তো আসলেন তবে সঙ্গে নিয়ে এলেন দর্শকদের জন্য বড় চমক।

512


ঐন্দ্রিলার মৃত্যুর প্রায় দেড় মাস বাদে ব্যক্তিগত শোক ভুলে সেটে ফিরলেন অভিনেতা। এবারও তাকে ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ।পর্দায়  তিনি মাতৃসাধক রামপ্রসাদ। সম্প্রতি নয়া ধারাবাহিকের প্রথম লুক প্রকাশ্যে এসেছে।

612

সম্প্রতি ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে। সংসারে থেকেও মা কালীকে পাওয়ার গল্প ফুটে উঠবে ধারাবাহিকে।  সিরিয়ালের প্রথম ঝলকেই রামপ্রসাদের বিয়ের ঝলক দেখা গেছে। শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান করে বিয়ে হয় দুজনের।

712

প্রোমোতে দেখা গেছে, বিয়ের পর বাসর রাতে নতুন জামাইয়ের গান শোনার আবদার করে বউয়ের বান্ধবীরা। তখনউ সাধক রামপ্রসাদ কালী মায়ের গান ধরে। ব্যস তারপর থেকেই শুরু হয় নতুন জামাইকে নিয়ে মশকরা। একসময়ে বিরক্ত হয়ে ঘর থেকেও বেরিয়ে যান  রামপ্রসাদ।
 

812


তারপরেই মা কালীর সঙ্গে দেখা হয় রামপ্রসাদের। মায়ের কাছে প্রশ্ন করে সংসারে থেকে কি মা কালীকে পাওয়া যায় না। মা কালী বলেন, সংসার কী মাকে ছাড়া হয়। রামপ্রসাদ তুমিই প্রমাণ করবে সংসারে থেকেও মা-কে পাওয়া যায়। ভক্তিমূলক ধারবাহিকে প্রোমো নিয়েই উত্তেজনা তুঙ্গে দর্শকদের।

912

সব্যসাচীর নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ'-এর লুক দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের। দাড়ি-গোঁফ কেটে ফেলে একেবারে ক্লিন শেভ করে সকলের সামনে উপস্থিত হলেন সব্যসাচী। যা দেখে হতবাক হয়েছেন ভক্তরা।

1012


সাধক রামপ্রসাদের চরিত্রে অভিনয়ের জন্যই দাড়ি-গোঁফ কেটে ফেলেছেন অভিনেতা। দীর্ঘদিন বাদে শুটিং সেটে অন্য অবতারে সব্যসাচীকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এর আগেও মহাপীঠ-তারাপীঠ ধারাবাহিকে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন সব্যসাচী।

1112

একাধিক ভক্তিমূলক চরিত্রে নজর কেড়েছেন সব্যসাচী। কখনও ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ধারাবাহিকে যুধিষ্ঠিরের ভূমিকায় তো কখনও আবার ওম নমঃ শিবায় ধারাবাহিরে ভগবান বিষ্ণুর চরিত্রে নজর কেড়েছেন সব্যসাচী। এবারও সাধক রামপ্রসাদের ভূমিকায় প্রকাশ্যে এলেন।

1212

সাধক রামপ্রসাদের বিপরীত এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে সুস্মিলি আচার্যকে। যিনি রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন। এবং মা কালীর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী পায়েল দে। সকলেরই প্রথম লুক প্রকাশ্যে এসেছে। তবে তবে থেকে এই ধারাবাহিক শুরু হবে তা এখনও স্পষ্ট হয়নি। 

 

Share this Photo Gallery
click me!

Latest Videos