কেরিয়ার থেকে সম্পর্ক, সাংসদ তারকা নুসরতের জন্মদিনে রইল অজানা কাহিনি

চলচ্চিত্রের মতোই রঙিন নুসরত জাহানের জীবন। ৩৩-শে পা দিলেন নুসরত জাহান। কেরিয়ার থেকে রিলেশন সবেতেই শিরোনামে নুসরত জাহান। মা হওয়ার পর যেন নিজেকে বদলে ফেলেছেন নুসরত। সাংসদ তারকার জন্মদিনে রইল অজানা কাহিনি।

 

Web Desk - ANB | Published : Jan 8, 2023 10:00 AM
110

নুসরত জাহান আর বিতর্ক যেন সমার্থক শব্দ। কন্ট্রোভার্সি যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। চলতি বছরটাতে সারা বছরই কোনও না কোনও কারণে বিতর্কে নাম জড়িয়েছে নুসরত জাহানের। 

210

আজ ৩৩-শে পা দিলেন টলি সুন্দরী নুসরত জাহান। ঘড়ির কাটা ১২ টা বাজতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। প্রিয় তারকাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। চলছে দেদার সেলিব্রেশন।

310

একাধিক প্রেমও এসেছে অভিনেত্রীর জীবনে। প্রেম থেকে বিয়ে, বিচ্ছেদ থেকে লিভ-ইন নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই শিরোনামে থাকেন নুসরত জাহান।

410

যত দিন যাচ্ছে ততই যেন কেরিয়ার গ্রাফ উর্ধ্বমুখী নুসরত জাহানের। হাতে রয়েছে একগুচ্ছ ছবির কাজ। মা হওয়ার পরও ছেলেকে সামলে একা হাতে সবটা করে চলেছেন নায়িকা। একদিকে সাংসদের দায়িত্ব অন্যদিকে কেরিয়ার, দুটোই ব্যালেন্স করছেন নায়িকা।

510


পার্কস্ট্রিট ধর্ষণকান্ডে অভিযুক্ত কাদেরের হাত ধরেই টলিউডে ফেম। তারপরই জীবনে আসে নিখিল। প্রেম থেকে রূপকথার বিয়ে, সেও টিকল না বেশিদিন। নিখিলের সঙ্গে বিবাহবিচ্ছেদের মধ্যেই  যশের সঙ্গে সম্পর্ক, তার কিছুদিন পরেই মা হয়েছেন নুসরত। আপতত ছেলে ও যশকে নিয়েই সুখী পরিবার নুসরতের।
 

610

 গত ২৬ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।  মা হওয়ার পর থেকেই প্রেম যেন দ্বিগুন বেড়েছে নুসরত জাহানের। রাখঢাক, লুকোছাপা এসব এখন অতীত। খুল্লামখুল্লা রোম্যান্সে হামেশাই প্রকাশ্যে ধরা দেন যশরত জুটি।  
 

710


সাংসদ অভিনেত্রী নুসরতের রিয়েল লাইফটা যেন রিল লাইফের মতো। রূপোলি পর্দায় ঝা চকচকে সিনারিওটায় যেন নুসরত জাহানের ব্যক্তিগত জীবন। বরাবরই বিতর্কে নাম জড়িয়েছে নুসরতের। লাইমলাইটে থাকার জন্য নাকি অকারণেই জড়িয়ে পড়েন এই নিয়ে দ্বন্ধে নেটিজেনরা।

810

সাংসদ অভিনেত্রী নুসরত  জাহান এবং টলি অভিনেতা যশ দাসগুপ্তকে নিয়ে উত্তাল নেটিজেনরা। টলিপাড়ার পাওয়ার কাপল বললেই  যশ-নুসরতের নাম সবার শীর্ষে।  ঘনিষ্ঠতা থেকে  ছবি পোস্ট সবেতেই যেন শিরোনামে রয়েছেন টলিউডের এই পাওয়ার কাপল। 

910

নুসরত জাহান কতটা সাহসী তা আর বলার অপেক্ষা রাখে না। সন্তান-সংসার- কেরিয়ার সামলে এবার নতুন ইনিংস শুরু করেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। মা হওয়ার পরই কাজে ফিরেছেন নুসরত

1010

শুধু তাই নয়, শরীরে নেই বেবিফ্যাট, চাবুক ফিগারে সকলকে চমকে দিয়েছেন নুসরত। ইতিমধ্যেই  নতুন ছবির শুটিংও শুরু করে দিয়েছেন টলিপাড়ার নতুন মা। এবং ট্রোলারদের চোখরাঙানিকে পাত্তা না দিয়ে খোশমেজাজেই রয়েছেন টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন  নুসরত জাহান।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos