পার্কস্ট্রিট ধর্ষণকান্ডে অভিযুক্ত কাদেরের হাত ধরেই টলিউডে ফেম। তারপরই জীবনে আসে নিখিল। প্রেম থেকে রূপকথার বিয়ে, সেও টিকল না বেশিদিন। নিখিলের সঙ্গে বিবাহবিচ্ছেদের মধ্যেই যশের সঙ্গে সম্পর্ক, তার কিছুদিন পরেই মা হয়েছেন নুসরত। আপতত ছেলে ও যশকে নিয়েই সুখী পরিবার নুসরতের।