বন্দুক হাতে ফিরছে মন্টু! আট বছর পরে ফের নতুন সিজনের অপেক্ষায় দর্শকরা

Published : Jan 21, 2026, 10:32 AM IST
Sourav Das

সংক্ষিপ্ত

বন্দুক হাতে ফিরছে মন্টু! আট বছর পরে ফের নতুন সিজনের অপেক্ষায় দর্শকরা

গত ২১ জানুয়ারি, টলিওড অভিনেতা সৌরভ দাস (Sourav Das)-এর জন্মদিনে তাঁর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এর নতুন সিজনের (Season 3) লুক প্রথমবারের মতো প্রকাশ পেয়েছে।

নতুন ছবিতে দেখা গেছে মন্টু চরিত্রে সৌরভকে পুরো আলাদা লুকে — চোখে কাজল, হাতে বন্দুক নিয়ে, আগের চেয়ে শক্তিশালী ও মার্জিত ভঙ্গিতে।

আগের সিজনে দর্শকরা যেমন সৌরভ দাসের সঙ্গে শোলাঙ্কি রায় ও চান্দ্রেয়ী ঘোষ-এর অভিনয় পছন্দ করেছিলেন, নতুন সিজনেও তাদের একই চরিত্রে দেখা যাবে, কিন্তু এবার আরও আকর্ষণীয়ভাবে। বিশেষ করে শোলাঙ্কি রায়ের ‘ভ্রমর’ চরিত্রটি এবার আবার সৌরভ-শোলাঙ্কির জুটিকে উপহার দেবে দর্শকদের।

এই সিজনে পার্নো মিত্রও নতুন ভুমিকায় থাকছেন। তাঁর চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো জানা না গেলেও লুক থেকে সেটা খুব রহস্যময় মনে হচ্ছে। এছাড়া কিউকে নামে পরিচালক-অভিনেতা নতুনব modelling খল চরিত্রে, যার নাম জাহাঙ্গীর। আগের মতো চান্দ্রেয়ী ঘোষের ‘বিবিজান’ চরিত্রও শক্ত অবস্থানে রয়েছে।

প্রকাশিত লুকগুলোতে এই সব চরিত্রের ছবি- দৃশ্য সকলেই দেখানো হয়েছে। খবর অনুযায়ী, চলতি বছরের দোলযাত্রা সময়েই ‘মন্টু পাইলট ৩’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Hiran Chatterjee: ফের সাত পাকে বাঁধা পড়লেন বিধায়ক-অভিনেতা হিরণ! কার সঙ্গে হল মালাবদল?
বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?