Hiran Chatterjee: ফের সাত পাকে বাঁধা পড়লেন বিধায়ক-অভিনেতা হিরণ! কার সঙ্গে হল মালাবদল?

Published : Jan 20, 2026, 04:56 PM IST
Hiran Chatterjee

সংক্ষিপ্ত

ফের সাত পাকে বাঁধা পড়লেন বিধায়ক-অভিনেতা হিরণ! কার সঙ্গে হল মালাবদল?

বিজেপির ঘাটালের বিধায়ক ও জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু বিয়ের ছবি পোস্ট করে তিনি এই সুখবর সবার সাথে শেয়ার করেন। ছবিতে দেখা যায় বারাণসীর ঘাটে ঢাক বাজছে, ফুলের মালা গলায়, এবং শুভেচ্ছাদান করছেন অনুরাগীরা — সব মিলিয়ে এক উজ্জ্বল ও আনন্দময় মুহূর্ত।

নববধূর নাম ঋতিকা গিরি। খবর অনুযায়ী, হিরণ ও ঋতিকা অনেকদিন ধরে একটি সম্পর্কের মধ্যে ছিলেন, কিন্তু তা আগে খুব বেশি প্রকাশ্যে আসেনি। বিয়ের পর অনেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। যদিও হিরণ এই বিষয়ে এখন পর্যন্ত বেশি কথা বলেননি, তথাপি তাঁর জনপ্রিয়তা ও শুভাকাঙ্ক্ষীর উচ্ছ্বাস আজ সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ছে।

হিরণের ব্যক্তিগত জীবনের আগে একটি বিখ্যাত সম্পর্ক ছিল তাঁর প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়-এর সঙ্গে, যাদের এক কন্যাসন্তান রয়েছে। সেই দাম্পত্য জীবন কিছু বিচিত্র পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, এবং এর পরেই হিরণ আবার নতুন জীবনে পা রাখলেন।

এই মুহূর্তে হিরণের সহকর্মী ও বন্ধুরা তাঁর নতুন জীবন শুরু করার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। বিশেষ করে টলিউডের পরিবেশে এমন খবরকে সমর্থন জানিয়ে অনেকে তাদের অভিনন্দন জানিয়েছেন।

হিরণ চট্টোপাধ্যায় শুধু চলচ্চিত্র জগতেই পরিচিত নন, তিনি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখছেন। সেই কারণে তাঁর ব্যক্তিগত জীবনের এই বড় খবরও রাজ্য জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?
আসছে দেব-শুভশ্রীর সপ্তম ছবি, ছবির কথা ঘোষণা করে রাজ-রুক্মিণীকে নিয়ে বিশেষ অনুরোধ দেশু জুটির