'কোনওদিন এটা এখানে লিখব ভাবিনি, অলৌকিক কিছু ঘটনা যেন ঘটে ', ঐন্দ্রিলার জন্য কাতর আর্জি সব্যসাচীর

ঐন্দ্রিলাকে নিয়ে সকলেই যখন উদ্বিগ্ন ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তার সর্বক্ষণের সঙ্গী সব্যসাচী চৌধুরী।

হাওড়ার হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা শর্মা। চোখের পলকে দিন চলে যাচ্ছে। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। ১৩ দিন কেটে গেলেও এখনও জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার। বয়স কম বলেই আশায় বুক বেঁধেছিলেন চিকিৎসকেরা। তবে হাসপাতালের সূত্র বলছে গত ২ দিন ধরেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ঐন্দ্রিলাকে নিয়ে সকলেই যখন উদ্বিগ্ন ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তার সর্বক্ষণের সঙ্গী সব্যসাচী চৌধুরী।

সোমবার সন্ধ্যাবেলায় সব্যসাচী নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। মিরাকেলের জন্য প্রার্থনা করুন। অলৌকিক কিছু ঘটনা যেন ঘটে তার জন্য প্রার্থনা করুন। মেয়েটা সবরকম কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাচ্ছে। অভিনেতার এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সব্যসাচীর এই পোস্ট দেখা মাত্রই চিন্তা বাড়তে শুরু করেছে ভক্তদের মধ্যে। কেমন আছেন ঐন্দ্রিলা, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বিপদমুক্ত নন তিনি। জ্বর এবং সংক্রমণ কোনওটাই পুরোপুরি কমেনি অভিনেত্রীর। এই খবর শোনা মাত্রই উদ্বেগ বাড়তে শুরু করেছে ভক্তদের মধ্যে।

Latest Videos

 

 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও সি প্যাপ সার্পোটেই রাখা হয়েছে অভিনেত্রীকে। জ্ঞান ফেরেনি, ঘোরের মধ্যেই রয়েছেন অভিনেত্রী। গত মঙ্গলবার শরীরে নতুন সংক্রমণ পাওয়া গিয়েছিল, কিন্তু অ্যান্টিবায়োটিকের ফলে তা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। তবে বারবার জ্বর আসায় উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। এত ঘনঘন জ্বর আসাটা মোটেই ভাল নয় বলে মনে করছেন চিকিৎসকদের ।ফাইট ঐন্দ্রিলা ফাইট-সকলের মুখেই এখন একটাই প্রার্থনা। এই ডাকে কি সাড়া দেবে ঐন্দ্রিলা তার দিকেই চেয়ে রয়েছেন ভক্তরা। ২০১৫ সালে ১৬ টি কেমোথেরাপি এবং ৩৩ টি রেডিয়েশেনের পর ক্যান্সার মুক্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। অদম্য জেদ এবং বাঁচার প্রবল ইচ্ছা নিয়ে ফের মারণ রোগকে হারিয়ে দিতে বদ্ধপরিকর ঐন্দ্রিলা। আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। তড়িঘড়ি করে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ঐন্দ্রিলাকে। ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে। ইন্ট্রা সেরিব্রাল হ্যামারেজ হয়েছে ঐন্দ্রিলার। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে,এখনও জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার। আপাতত চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে রয়েছেন ঐন্দ্রিলা। মঙ্গলবার রাতেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, আগের তুলনায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত শরীরের এক দিকে কোনও সাড় নেই। শুধু চোখ নড়ছে, বাঁ হাত সামান্য নাড়াতে পারছেন। যেহেতু অভিনেত্রীর বয়স অনেকটাই কম, তাই আশার আলো দেখছেন চিকিৎসকেরা। টলিপাড়ার সকলেরই মন খারাপ ঐন্দ্রিলার জন্য। আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ঐন্দ্রিলা শর্মা। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমআরআই করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে। ইন্ট্রা সেরিব্রাল হ্যামারেজ হয়েছে ঐন্দ্রিলার। তবে এই লড়াইয়ে শুরু থেকেই পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। সব সময়েই তার পাশে রয়েছেন সব্য়সাচী চৌধুরী। অভিনেত্রীর মা শিখা শর্মাও মেয়ের জন্য প্রার্থনা করতে বলেছেন সকলকে। অভিনেত্রীর শারীরিক অবস্থা শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। সকলেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।এই লড়াই কবে শেষ হবে তারই অপেক্ষায় দিন গুনছেন টলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রিয়জন তথা ভক্তরা।

আরও পড়ুন-

জ্বর-সংক্রমণ রয়েছে, সম্পূর্ণ আচ্ছন্ন ঐন্দ্রিলা, চিকিৎসক দলের কড়া নজরদারিতে অভিনেত্রী

১০ দিন পরও ফিরল না জ্ঞান, মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা, কী বলছেন চিকিৎসকেরা

আয়নায় নিজেকে দেখে ভয়ে শিউরে উঠত ঐন্দ্রিলা,ক্যান্সার জয়ী তারকার জীবনযুদ্ধ হার মানাবে রূপোলি পর্দাকে

 

Share this article
click me!

Latest Videos

দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News