সব্যসাচীর সঙ্গে এখনও সম্পর্ক রয়েছে ঐন্দ্রিলার পরিবারের? কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠল মা শিখা দেবীর
এই বছর এখনও জাঁকিয়ে পড়েনি শীত। পৌষ মাস এলেও বিন্দুমাত্র নেই হাড় কাঁপানো শীতের আমেজ। ঠিক এমনই এক শীতের দিনেই সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪ বছর বয়সে দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
বহু দিন অন্তরালে ছিলেন আদর্শ প্রেমিক সব্যসাচী চৌধুরী। পরে অবশ্য জনপ্রিয় সিরিয়ালের পর্দায় ফিরতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু কেমন আছে ঐন্দ্রিলার পরিবার? সব্যসাচীর সঙ্গে যোগাযোগ রয়েছে ঐন্দ্রিলার পরিবারের?
এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রীর মা শিখা শর্মা। সব্যসাচীর সঙ্গে যোগাযোগ আছে কি না জানতে চাইলে অভিনেত্রীর মা জানান, " ঐন্দ্রিলার খুব স্বপ্ন ছিল ও একটা প্রযোজান সংস্থা খুলবে। অনেক মানুষের ভাত ডালের কারণ হবে এই সংস্থা। ও চলে যাওয়ার পরে এই স্বপ্নকে আমরা মরতে দিইনি। আমার বড় মেয়ে ঐশ্বর্য একটা প্রযোজনা সংস্থা খুলেছে। আমরাও আছি এর মধ্যে। অর্থনৈতিক সাহায্য তো বটেই বাকি যা যা দরকার সবটুকু দিয়েই চেষ্টা করছি। সব্যসাচী আছে তো। ফোন করে। বড় মেয়ের কোনও আইডিয়া দরকার হলে দেয়। তবে ক্যামেরার সামনে ওকে দেখা যায় না।"
ঠিক ছিল ২০২৩-এ সব্যসাচীর সঙ্গে ঐন্দ্রিলার বিয়ে হবে। তাই পরে সব্যসাচীর জীবনে যদি অন্য কেউ আসে এ প্রসঙ্গে জানতে চাইলে গলা কেঁপে যায় শিখা দেবীর। আগামী দিনে কী হবে তা তো কেউ জানেন না। আসলে সব্যকে তো মেয়ের সুবাদেই চিনি। দু'জনকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা। তাই এখন এই সব সব্য এখনও ওকেই। কথা শেষ করলেন না শিখাদেবী। গলা ধরে এল তাঁর। "