দেবের আপকামিং সিনেমা প্রধানের আউটডোর শুট সেরে হোটেলে ফেরার পথে গাড়িতে গান গাইলেন অম্বরীশ ভট্টাচার্য ও খরাজ মুখোপাখ্যায় । এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
সদ্য একটি ভিডিও শেয়ার করেছেন অম্বরীশ ভট্টাচার্য। ক্যাপশনে লেখেন, আউটডোরে থাকলে আমরা এই ভাবেই হোটেলে ফিরি । এই ভিডিও তে দেখা যাচ্ছে গাড়ি করে কাজ থেকে ফিরছেন অম্বরীশ ভট্টাচার্য। ট্যাক্সির পিছনের সিটে তিনি বসে। পাশে খরাজ মুখোপাখ্যায়। সামনে ড্রাইভারের পাশের সিটে বসে কাঞ্চন মল্লিক। গাড়িতেই গান ধরলেন খরাজ মুখোপাখ্যায় ও অম্বরীশ ভট্টাচার্য। আমার মনের এই ময়ূর মহলে গাইলেন বাংলার দুই কিংবদন্তী । দেবের আপকামিং সিনেমা প্রধানের সেট থেকে ফেরার পথে গান করলেন তারা ।