গাড়ি থেকে নামতেই অঙ্কুশের দিকে ধেয়ে এল এক ব্যক্তি! তারপর কী হল, জানলে চমকে যাবেন

Published : Apr 07, 2024, 02:19 PM IST
Ankush Hazras and his fan video goes viral on social media

সংক্ষিপ্ত

শিঘ্রই মুক্তি পেতে চলেছে অঙ্কুশ হাজরার প্রোডাকশনের প্রথম ছবি ' মির্জা'। এই ছবির প্রচারে গিয়ে ঘটল এক আশ্চর্যের ঘটনা….

শিঘ্রই মুক্তি পেতে চলেছে অঙ্কুশ হাজরার প্রোডাকশনের প্রথম ছবি ' মির্জা'। এই ছবির প্রচারে গিয়ে ঘটল চোখে জল আনা ঘটনা। ছবি রিলিজের আগে জোর কদমে ছবির প্রচারে নেমে পড়েছেন অঙ্কুশ। সঙ্গে রয়েছেন ঐন্দ্রিলা ও মুসকান। এবার এক প্রচারে গিয়ে একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থেকে গেলেন অভিনেতা।

অভিনেতা গাড়ি থেকে নামতেই তাঁর দিকে ছুটে এলেন এক অনুরাগী। অঙ্কুশকে দেখে জড়িয়ে ধরলেন তিনি। শুধু অভিনেতাকে জড়িয়েই ধরলেন না বরং তাঁকে জড়িয়ে ধরে হাউহাউ করে কেঁদে উঠলেন তিনি। আর তাঁকে থামাতে গিয়ে নাজেহাল হতে হল অভিনেতাকে। অনুরাগীকে কাঁদতে দেখে তাঁকে আশ্বস্ত করলেন অভিনেতা। হেসে ড়িয়ে ধরে আদর করেন তাঁকে। মিষ্টি এই ভিডিও দেখেই অবাক হয়েছেন নেটিজেনরা। 

 

অঙ্কুশের উদ্দেশ্যে বেশ কিছু মন্তব্যও করেন ওই ব্যক্তি । তিনি জানান, "আজকে আমার গুরুদেব দর্শন। অঙ্কুশদার সব সিনেমা দেখেছি।"

এই ভিডিও প্রকাশ পেতেই ভরে গিয়েছে মন্তব্য বাক্স। অনেকে মুগ্ধ হয়েছেন আবার অনেকেই কটাক্ষ করেছেন অভিনেতাকে। তাদের কথায়, "কী নাটক! অঙ্কুশকে ধরে নাকি কাঁদছে।" আবার অন্য এক নেটিজেন লিখেছেন, "নিশ্চই পয়সা দিয়ে ভাড়া করা ফ্যান।" " ওভার এক্টিং এর ৫০ টাকা কেটে নিয়েছে সবাই।" বলেও কটাক্ষ করেছেন কেউ কেউ। আবার অন্য এক নেটিজেন লিখেছেন, "বাংলায় তো কাজের অভাব! যদি কিছু পায় এসব করে, ২০০-৪০০"। মোট কথা সব মিলিয়ে নেট মাধ্যমে বেশ চর্চিতই হচ্ছে এই ভিডিওটি।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার