কার্নিভালে না আসলে মেরুদণ্ডহীন- এমন মন্তব্য করে বিপাকে সৌমিতৃষা, কটাক্ষ অরিত্র-রূপার

দুর্গাপুজোর কার্নিভালে অনুপস্থিত ছিলেন বেশিরভাগ তারকা। কার্নিভালে আসা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সৌমিতৃষা, যার জবাব দিয়েছেন অরিত্র দত্ত ও রূপা ভট্টাচার্য। এদিকে, চিকিৎসকদের প্রতিবাদ মিছিল ও অনশন অব্যাহত।

মঙ্গলবার দুর্গাপুজোর কার্নিভাল এবার ছিল ফিকে। অধিকাংশই কার্নিভাল ছেড়ে গিয়েছিলেন প্রোটেস্ট মিছিলে। খুব কম সংখ্যক তারকা দেখা গিয়েছিল তৃণমূলের তরফে আয়োজন করা এই কার্নিভালে। দেখা মেলেনি দেব-রুক্মিণী, রাজ চক্রবর্তী- শুভশ্রী, মিমি চক্রবর্তী ও কাঞ্চন মল্লিকের মতো তারকাদেরও। এবার এই কার্নিভালে আসা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সৌমিতৃষা।

সৌমিতৃষা তৃণমূলের ঘনিষ্ঠ। মঙ্গলবার কার্নিভালে আসা নিয়ে তিনি বলেন, ট্রোল হওয়ার ভয়ে যদি কেউ ভাবেন যাবেন না, তবে আমি বলব তাঁদের মেরুদণ্ড নেই।

Latest Videos

সৌমিতৃষার এই বক্তব্যের কড়া জবাব দিলেন অরিত্র দত্ত বণিক। তিনি সৌমিতৃষার নাম উল্লেখ না করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি লেখেন, যারা চিকিৎসকদের দাবির পক্ষে লড়ছেন তাঁদের মেরুদণ্ড নেই, বা হয়তো স্পন্ডেলাইটিস রয়েছে, যেমন আমি। এছাড়া আর কার কার বাতের ব্যথা আছে হাত তুলুন। চিন্তা নেই, চিকিৎসকেরা আমাদের চিকিৎসা করে দিতে আপত্তি করবেন না।

বিজেপি ঘনিষ্ঠ অভিনেত্রী রূপা ভট্টাচার্য আবার সৌমিতৃষাকে পুঁটি মাছের সঙ্গে তুলনা করে বিশেষ পোস্ট করেন। তিনি লেখেন, একটু খানি জলে পুঁটি মাছ ফরফর করে।

এদিকে কার্নিভালের দিনই জুনিয়র ডাক্তাররা আয়োজন করেছিলেন মিছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন বহু সাধারণ মানুষ। ন্যায় বিচার পাওয়ার দাবিতে এখনও চলছে প্রতিবাদ। এখনও অনশন করে চলেছেন ডাক্তাররা। আজ অনশনের ১৩তম দিন। ইতিমধ্যে অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৬ জন অনশনকারী। হাসপাতালে ভর্তি তাঁরা। তাছাড়াও বাকিরা করছেন অনশন। ধর্মতলা ও উত্তরবঙ্গে হচ্ছে ডাক্তারদের অনশন। 

Share this article
click me!

Latest Videos

'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র