বাঘা যতীন ছবির প্রোমোশনে বরানগর রাজকুমারী মেমোরিয়াল স্কুলে পৌঁছালেন দেব। এরপর চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠে ছবির প্রচার সারলেন দেব। এছাড়াও গেলেন আসিয়ানা অনাথ আশ্রমে ।
১৯ অক্টোবর বাংলায় মুক্তি পাবে ‘বাঘা যতীন’। সদ্য ছবির প্রোমোশনে বরানগর রাজকুমারী মেমোরিয়াল স্কুলে পৌঁছালেন দেব। এরপর চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠে ছবির প্রচার সারলেন দেব। এছাড়াও গেলেন আসিয়ানা অনাথ আশ্রমে । ২০ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে ছবিটি। বাংলার পাশাপাশি হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি। ছবিতে দেবের পাশাপাশি অভিনয় করেছেন নবাগত সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, সামিউল আলম, সজল মন্ডল, রোহনের মতো অভিনেতা।