রূপম ইসলামের ব্যান্ড ফসিলস-এর ২৫ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ থেকে পলাস সেন-ম্যাক হক-অনিন্দ্য

দীর্ঘ ২৫-এর সফরকালে ফসিলস তৈরি করেছে একের পর এক অনবদ্য সব গান। যা বাংলার তরুণ-তরুণীদের হৃদয়ে দোলা তুলে দিয়েছে। এমনকী বর্তমান প্রজন্মের কাছে বাংলা রকের এক পাগলাপারা সঙ্গীতের নাম ফসিলস।

২৫ শে পা বাংলা রক ব্যান্ড ফসিলস-এর। আর সেই উপলক্ষে ফসিলসকে অভিনন্দনের বন্যায় ভরিয়ে দিচ্ছে শিল্পীকুল থেকে শুরু করে তাদের ভক্তরা। ৯০-এর দশকে বাংলা রক গানে এক জোয়ার এসেছিল। নয়া প্রতিভার বিচ্ছুরণে সম্ভাবনা তৈরি করছিলেন আগামীর যুবরা। সেই ঢেউ-এর সঙ্গে ছিলেন রূপম ইসলাম। বরাবরই রক তাঁকে টেনে নিয়ে যেত সঙ্গীতের এক তুমুল উন্মাদনায়। সেই তিনি একদিন তৈরি করে ফেললেন ফসিলস। যা ২০২৩ সালে এসে শুধুই ২৫-এ পা রাখেনি, সেই সঙ্গে বাংলা রকে এক যে ঐতিহ্য তৈরি হয়েছে তাতে ফসিলস রয়েছে সর্বাগ্রে। ফসিলসের জন্ম ৯ জানুয়ারি ১৯৯৮ সালে। রূপম ইসলামের একটি লেখা ছিল খোড়া আমার ফসিল, এখান থেকেই অনুপ্রাণিত হয়ে দলের নাম ফসিলস রাখেন দীপ ঘোষ। ৯ জানুয়ারি কলকাতার অর্কিড প্লেসে এক বিশাল শো করছে ফসিলস। পঞ্চবিংশতী নামে এই শো-কে ঘিরে ইতিমধ্যে টিকিটের চাহিদা পাগলামির স্তরে পৌঁছেছে। আসলে বাংলা রকের ভক্তদের দাবি, এটাই ফসিলস, যা একটা শুধু ব্যান্ড নয়, একটা আবেগ। আর ২৫ বছরে রূপম এবং তাঁর দল সেই পাগলামিকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।

08:21Khadaan : ২০ কোটি পেরোতেই দুবাইয়ে প্রিমিয়ার খাদানের, দেখুন কী বলছেন দেব-যীশুরা07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা