৯ জুন মুক্তি পাচ্ছে বাংলা ওয়েব সিরিজ নষ্টনীড়। একান্ত আড্ডায় মুখোমুখি সন্দীপ্তা সেন ও অদিতি রায় । নষ্টনীড়ের আসল গল্প বলতে নারাজ অভিনেত্রী সন্দীপ্তা সেন ।
৯ জুন মুক্তি পাচ্ছে বাংলা ওয়েব সিরিজ নষ্টনীড় | মি-টু বিষয়কে নিয়ে ডানা মেলেছে নষ্টনীড়ের কাহিনি | এক প্রতিবাদী গৃহবধূর চরিত্রে সন্দীপ্তা সেন | এই প্রথম এক্কেবারে অন্যরকম লুকে সন্দীপ্তা | ওটিটি প্ল্যাটফর্মে আগে সন্দীপ্তাকে এমন লুকে পাওয়া যায়নি | ওয়েব সিরিজ তৈরির নেপথ্য নিয়ে অনেক কথাই বললেন অদিতি রায় | সন্দীপ্তা ও অদিতির আশা নষ্টনীড় ওয়েব সিরিজ দর্শকদের মন জয় করবে |