'২ ডিগ্রি-তে শ্যুটিং করতে হয়েছে'- রাহুল। ওয়েব সিরিজ সেভেন নিয়ে মুখোমুখি আড্ডায় রাহুল । আড্ডায় শ্যুটিং-এর অভিজ্ঞতা ভাগ করে নিলেন রাহুল। এত ঠান্ডায় এর আগে কোনও দিন নাকি শ্যুটিং করেননি রাহুল।
'২ ডিগ্রি-তে শ্যুটিং করতে হয়েছে'- রাহুল। ওয়েব সিরিজ সেভেন নিয়ে মুখোমুখি আড্ডায় রাহুল । আড্ডায় শ্যুটিং-এর অভিজ্ঞতা ভাগ করে নিলেন রাহুল। এত ঠান্ডায় এর আগে কোনও দিন নাকি শ্যুটিং করেননি রাহুল। ২ ডিগ্রি তাপমাত্রার সঙ্গে সঙ্গে প্রবল হাওয়া ছিল, জানালেন রাহুল। এত ঠান্ডায় টানা শট দেওয়াটা কঠিন ছিল- রাহুল । ফলে যে যখন পারছিল সে তখন শট দিচ্ছিল- রাহুল। বলতে গেলে একটা টিম গেম দিয়ে শ্যুট হয়েছে- রাহুল। সেভেন-এর কাহিনি সকলের ভালো লাগবে বলেই মনে করছেন রাহুল।