
অনেকদিন পর ফের রূপোলি পর্দায় দেখা দেবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আসছে বাবুসোনা। ছবিতে চোরের চরিত্রে অভিনয় করলেন নায়িকা। এক সাক্ষাৎকারে জানান, প্রথমে চোরের চরিত্র শুনেই রাজি হয়ে গিয়েছিলেন। নিজের চরিত্রের বাইরে অভিনয় করতে পারলে ভালোই লাগে তাঁর। আগে কেউ তো বিশ্বাস-সই করছিল না যে তিনি চোরের চরিত্রে অভিনয় করেছি। লন্ডনে মনোরম আবহাওয়ায় শ্যুটিং। নাচগান, মজা, একেবারে কমার্শিয়াল মশলা ছবি নাকি এটা।
এরই সঙ্গে নিজের হিন্দি ছবির ইন্ডাস্ট্রিতে অভিনয়ের কথা জানান। তিনি বলেন হিন্দি ছবিতে কাজ করতে চান তিনি। নিজের পিআর করতে পারেন না সেভাবে। তাঁর লজ্জা করে। তিনি বলেন, ‘কাউকে ফোন করে বলব, তোমার পরের ছবিতে আমাকে নাও। আমি আমার বাবা-মার কাছেও কোনও দিন কিছু চাইতে পারিনি। সে ক্ষেত্রে যখন সঠিক সময় আসবে তখন হবে।’
এরই সঙ্গে বলেন মুম্বই যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন না। ভালো কাজ এলে নিশ্চয়ই করবেন। তা ছাড়া ওখানে গিয়ে বেশি দিন থাকা সম্ভব নয় তাঁর জন্য। কলকাতায় যাতায়াত করতে হবে। কারণ তাঁর পরিবার রয়েছে এখানে।
এরই সঙ্গে নিজের প্রেম নিয়ে মুখ খুললেন নায়িকা। তিনি জানান প্রেমে তো থাকেন তিনি। কিন্তু, সমস্যাটা হচ্ছে ভবিষ্যত ভাবতে শুরু করে দেয় সকলে। আমার একটু সময় লাগে সব কিছুতে। নায়িকা বলেন, প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কিসে ভালো থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার।
এই সাক্ষাৎকারে ফেডারেশন গিল্ডের তরজা নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘‘কাজের ক্ষতি করে এমন পরিস্থিতি। আমি শিবুদার সঙ্গে আলোচনা করেছিলাম। শিবুদা বলেছিল, ‘কাল আমাদের সঙ্গেও ঘটতে পারে। আমাদের ছোট ইন্ডাস্ট্রি। দ্বিপাক্ষিক আলোচনা করে বিষয়টি মিটিয়ে ফেলা উচিত। আমি তো নিজেকে শ্রমিক মনে করি। দিন আনি দিন খাই। যে দিন কাজে যাব, টাকা পাব। কাজে না গেলে তো উপার্জন হবে না।’ ’’