সত্যিই কি বিয়ে ভাঙছে সৃজিত মিথিলার? মুখ খুললেন নায়িকা, জানালের তাঁদের সম্পর্কের সমীকরণ

Published : Feb 17, 2025, 12:10 PM IST
srijit_Mithila

সংক্ষিপ্ত

প্রেমের মরশুমে সর্বত্র চলছে সম্পর্ক নিয়ে আলোচনা। সৃজিত ও মিথিলার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। মিথিলা সম্প্রতি তাঁদের সম্পর্কের সত্যতা স্পষ্ট করেছেন।

চারিদিকে প্রেমের মরশুম। সদ্য শেষ হল ভ্যালেন্টাইন্স উইক। এখনও চারিদিকে প্রেম প্রেম রব। এই সময় সকলেই মনের কথা জানাচ্ছেন একে অপরকে। এই সময় সাধারণ থেকে সেলেব সকলে গা ভাসিয়েছেন প্রেমের জোয়ারে। এরই কারও পরিবারে নতুন সদস্য আগমনের খবর। সদ্য পরমব্রত জানিয়েছেন তাদের পরিবারে আসছে নতুন সদস্য। আবার কেউ কেউ সময় সাত পাকে বাঁধা পড়ার পরিকল্পনা করছেন। সদ্য টেলি সিরিয়াল তারকার বিয়ের খবর এসেছে প্রকাশ্যে।

চারিদিকে যখন প্রেম প্রেম রব। এরই মাঝে খবরে সৃজিত মিছিলার বিচ্ছেদের খবর। বহুদিন ধরে খবরে সৃজিত মিথিলা। প্রেমের মরশুমে তাদের সম্পর্ক ভাঙার খবর সর্বত্র। বিয়ে ভাঙছে সৃজিত মিথিলার? মুখ খুললেন নায়িকা। বাস্তবটা কি? জানতে আগ্রহী সকলেই। মিথিলা ও সৃজিত আলাদা থাকে বহুদিন। এমন খবর সর্বত্র। এরই মাঝে নায়িকা মুখ খুললেন। জানালের আসল সত্য। তাঁর ও সৃজিতের সম্পর্কের সমীকরণ জানালেন। বাস্তবে তারা এসঙ্গে আছেন নাকি আলাদা হয়েছে, মিলল তারই উত্তর।   

সদ্য নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিথিলা। জানালেন বিস্তারিত। মিথিলা বললেন, এত ব্যস্ত থাকি আমার সময় নেই এগুলো ভাবার। নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আমার স্বামীও তাই। যারা কাজের মানুষ তারা ঠিকই বোঝেন এই বিষয়গুলো। তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, অন্যের কাজেও ঝামেলা করে না। যাদের কোনও কাজ নেই তারাই সারাক্ষণ এসব নিয়ে মেতে থাকে। মানুষ কীভাবছে সেগুলো নিয়ে আমি কখনোই বেশি চিন্তত নই। আমার পরিবার, সন্তান, আশেপাশে মানুষগুলোই আমারা সাপোর্ট সিস্টেম, তারা সবাই আমাকে বোঝে।

প্রসঙ্গত, সৃজিতের আগেরও মিথিলা বিয়ে করেছিলেন। অভিনেতা তাহসানের সঙ্গে বিবাহ সূত্রে বাঁধা পড়েছিলেন তিনি। তবে সে বিয়ে টেকেনি। তাদের এক সন্তান আছে। বিচ্ছেদের পর ২০১৯ সালে সৃজিতের সঙ্গে বিয়ে করেন মিথিলা। এভাবে দর্শকদের মুখ বন্ধ করলেন নায়িকা। 

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে