Swastika Mukherjee: লালাপাড় সাদা শাড়ি খোপায় ফুল গুজে, মার্টিনির গ্লাস হাতে বারে স্বস্তিকা, মায়ের এমন সাজে মন্তব্য করল খোদ মেয়ে

তার সাবলিল ফ্যাশন সেন্স যে শুধুমাত্র পুরুষদের আকৃষ্ট করে তা নয় বরং তার চেয়ে বেশি রয়েছে তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা।

 

Swastika Mukherjee: লালাপাড় সাদা শাড়ি খোপায় ফুল গুজে, মার্টিনির গ্লাস হাতে বারে স্বস্তিকা, মায়ের এমন সাজে মন্তব্য করল খোদ মেয়ে

সোজা সাপটা ও গ্ল্যামার্স নায়িকার কথা বললেই এক কথায় যার নাম আসে তিনি আর কেউ নন, তিনি হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সিঙ্গেল মাদার স্বস্তিকাকে বাঙালি দর্শকরা যতটাই ভালোবাসেন ততটাই আবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-এর শিকার হন তিনি-আর প্রতিটি ট্রোলারকে যোগ্য জবাব দিতে পিছপা হন না অভিনেত্রী। তার সাবলিল ফ্যাশন সেন্স যে শুধুমাত্র পুরুষদের আকৃষ্ট করে তা নয় বরং তার চেয়ে বেশি রয়েছে তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা।

Latest Videos

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ছবি সামনে এসেছে যেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় লালপাড় সাদা শাড়ি পরে খোপায় ফুল দিয়ে একেবারে এথনিক লুকে দেখা মিলেছে বারে। হাতে মার্টিনির গ্লাস। শুধপ তাই নয় হাতে শাঁখা-পলা পরে কপালে লাল টিপ। সেই সঙ্গে ম্যাচিং করে পরেছন কালো ব্লাউজ ও সিলভারের গয়না। এক কথায় বাঙালি বধূর সাজে মার্টিনির গ্লাস হাতে মিষ্টি হাসি মুখে এমন ছবি বোধহয় স্বস্তিকা-কেই মানায়।

বাঙালি সমাজ এমন সাজে মেয়েদের সাধারণত ঘরেই দেখেছেন, কিন্তু এই সজ্জায় যে বারে গিয়েও বসা যায় এই সাহসিকতা কেলমাত্র তাঁকেই মানায়। এই ছবি পোস্ট করার পরেই রিপোস্ট করে অভিনেত্রীর মেয়ে অন্বেষা লিখেছেন, 'শাড়ি পরে বারে এত কুল তুমি কিভাবে হতে পারো!' সত্যিই তাই, এই প্রশ্নটা বোধহয় রয়েছে, অভিনেত্রীর সব মহিলা ফ্যানদের মনেও- “এমন সাজে বারে বসে কিভাবে এত কুল লাগতে পারে!”

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন