Swastika Mukherjee: লালাপাড় সাদা শাড়ি খোপায় ফুল গুজে, মার্টিনির গ্লাস হাতে বারে স্বস্তিকা, মায়ের এমন সাজে মন্তব্য করল খোদ মেয়ে

Published : Apr 20, 2024, 03:00 PM IST
Swastika Mukherjee

সংক্ষিপ্ত

তার সাবলিল ফ্যাশন সেন্স যে শুধুমাত্র পুরুষদের আকৃষ্ট করে তা নয় বরং তার চেয়ে বেশি রয়েছে তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা। 

Swastika Mukherjee: লালাপাড় সাদা শাড়ি খোপায় ফুল গুজে, মার্টিনির গ্লাস হাতে বারে স্বস্তিকা, মায়ের এমন সাজে মন্তব্য করল খোদ মেয়ে

সোজা সাপটা ও গ্ল্যামার্স নায়িকার কথা বললেই এক কথায় যার নাম আসে তিনি আর কেউ নন, তিনি হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সিঙ্গেল মাদার স্বস্তিকাকে বাঙালি দর্শকরা যতটাই ভালোবাসেন ততটাই আবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-এর শিকার হন তিনি-আর প্রতিটি ট্রোলারকে যোগ্য জবাব দিতে পিছপা হন না অভিনেত্রী। তার সাবলিল ফ্যাশন সেন্স যে শুধুমাত্র পুরুষদের আকৃষ্ট করে তা নয় বরং তার চেয়ে বেশি রয়েছে তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ছবি সামনে এসেছে যেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় লালপাড় সাদা শাড়ি পরে খোপায় ফুল দিয়ে একেবারে এথনিক লুকে দেখা মিলেছে বারে। হাতে মার্টিনির গ্লাস। শুধপ তাই নয় হাতে শাঁখা-পলা পরে কপালে লাল টিপ। সেই সঙ্গে ম্যাচিং করে পরেছন কালো ব্লাউজ ও সিলভারের গয়না। এক কথায় বাঙালি বধূর সাজে মার্টিনির গ্লাস হাতে মিষ্টি হাসি মুখে এমন ছবি বোধহয় স্বস্তিকা-কেই মানায়।

বাঙালি সমাজ এমন সাজে মেয়েদের সাধারণত ঘরেই দেখেছেন, কিন্তু এই সজ্জায় যে বারে গিয়েও বসা যায় এই সাহসিকতা কেলমাত্র তাঁকেই মানায়। এই ছবি পোস্ট করার পরেই রিপোস্ট করে অভিনেত্রীর মেয়ে অন্বেষা লিখেছেন, 'শাড়ি পরে বারে এত কুল তুমি কিভাবে হতে পারো!' সত্যিই তাই, এই প্রশ্নটা বোধহয় রয়েছে, অভিনেত্রীর সব মহিলা ফ্যানদের মনেও- “এমন সাজে বারে বসে কিভাবে এত কুল লাগতে পারে!”

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে