ট্রোলারদের মুখে ঝামা ঘসে মধুচন্দ্রিমার প্ল্যান ফাঁস করলেন দুর্নিবার, কোথায় উড়ে যাচ্ছেন জানেন?

ঐন্দ্রিলাকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দুর্নিবার সাহা। ব্যস তারপর থেকেই শুরু হয়েছে ট্রোলিং। মধুচন্দ্রিমার প্ল্যানও ফাঁস করেছেন দুর্নিবার। জায়গার নাম না নিলেও খুব শীঘ্রই বিদেশের মাটিতেই মধুচন্দ্রিমায় যেতে চান দুর্নিবার-ঐন্দ্রিলা।

জীবনের নতুন ইনিংস শুরু করলেন দুর্নিবার সাহা। গত ৯ মার্চ ঘটা করে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন গায়ক দুর্নিবার সাহা। মধ্য কলকাতার হোটেলে বসেছিল চাঁদের হাট। দুর্নিবারের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তবে বিয়ের আগেও প্রেম নিয়ে শিরোনামে থাকতেন তিনি। তবে সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার ঐন্দ্রিলা সেনকে বিয়ে করলেন দুর্নিবার সাহা। তবে দ্বিতীয়বার বিয়ে করতে না করতেই চরম কটাক্ষের শিকার হলেন দুর্নিবার সাহা। কেউ বলছেন কেরিয়ারের স্বার্থে বিয়ে করেছেন তো কেউ আবার বলছেন বিয়ের বছর ঘুরতে না ঘুরতে ফের দ্বিতীয় বিয়ে। টলিপাড়ার গায়ক দুর্নিবার সাহাকে নিয়ে চর্চা যেন থামছেই না। সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিপাড়ার হট-হ্যাপেনিং কাপল দুর্নিবার ও মীনাক্ষি। বাঙালি নিয়ম-রীতি মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুর্নিবার সাহা ও মীনাক্ষি মুখোপাধ্যায় । যদিও সেই বিয়ে টিকল না। ঘটা করে বিয়ে করার পর ২০২২ সালে আইনি বিচ্ছেদ হয় দুর্নিবার ও মীনাক্ষীর।

বছর ঘুরতে না ঘুরতে ঐন্দ্রিলাকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দুর্নিবার সাহা। ব্যস তারপর থেকেই শুরু হয়েছে ট্রোলিং। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই চরম সমালোচনার মুখে পড়েছেন দুর্নিবার। তবে দুর্নিবার বা ঐন্দ্রিলা কেউই থামবার পাত্র নন, দুজনেই নিজেদের মতো করে জবাব দিয়েছেন। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে সমালোচনা নিয়ে মুখ খুললেন দুর্নিবার। গায়ক জানিয়েছেন, এই বিষয়ে আমরা আর কী বলব, আমরা দুজনেই ভাল আছি। এটাই তো একমাত্র কাম্য হওয়া উচিত। এর থেকে বেশি চাওয়ার আর কী থাকে। তবে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যে, আমরা সমাজের হেনস্তার শিকার। তা বলে দুর্বল আমাদের দুর্বল ভাববেন না। আমরা জানি যে এমন পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়। এখানেই থামেননি দুর্নিবার। মধুচন্দ্রিমার প্ল্যানও ফাঁস করেছেন দুর্নিবার। জায়গার নাম না নিলেও বিদেশের মাটিতেই মধুচন্দ্রিমায় যেতে চান তার। খুব শীঘ্রই নতুন বউকে নিয়ে মধুচন্দ্রিমায় উড়ে যাবেন দুর্নিবার।

Latest Videos

 

 

তবে যে যাই বলুক একে অপরের প্রেমে যে ডুব দিয়েছেন তা স্পষ্ট। ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে এবার বিয়ের অদেখা ছবি পোস্ট করলেন দুর্নিবারে স্ত্রী ঐন্দ্রিলা। বিয়ে থেকে সিঁদুরদান এবং বউভাতের অদেখা ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন মোহর। যার ক্যাপশনে ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় গান রাইকমলের গানের কলি জুড়ে দিয়েছেন। দুর্নিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করে মোহর লিখলেন, 'তোমার চোখের আদিম নিলাম,দিলাম তোমায় রাইকমল, উড়ালসেতু ভুলিয়ে দিলো, একলা থাকা রাতমহল।'দিনকয়েক আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছিলেন দুর্নিবার। যেখানে দেখা যাচ্ছে, গায়কের বাহুলগ্না তার স্ত্রী মোহর। বিয়ে সেরেই নতুন স্ত্রীকে ঠোঁটঠাসা চুম্বনে ভরিয়ে দিয়েছেন দুর্নিবার। শুধু তাই নয়, আদুরে ছবি পোস্ট করে দুর্নিবার লেখেন, যখন আমরা আমাদের সম্পর্ক আলোর রোশনাইয়ে সাজাব,তখন কিছু মানুষ অহেতুক তাদের বোকা বোকা মতামত দেওয়ার চেষ্টা করবে। মোহরকে বিয়ে করে মুহূর্তের মধ্যে যে সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে সপাট জবাব দিয়েছেন দুর্নিবার। বিয়ের দিন খাঁটি বাঙালি সাজে দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে। লাল বেনারসি, কপালে চন্দন, গা ভর্তি সোনার গয়না, মাথায় টিকলি পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ঐন্দ্রিলা সেন। এবং লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি, গলায় গোলাপের মালা পরে বরবেশে হাজির দুর্নিবার সাহা। সাত পাক ঘোরা থেকে শুভদৃষ্টি, সিঁদুর দান পুরো নিয়ম মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুর্নিবার ও ঐন্দ্রিলা।

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury