'রক্তবীজ'-এর বপন শুরু করলেন শিবপ্রসাদ-নন্দিতা, দুর্গাপুজোতেই আসতে চলেছে প্রেক্ষাগৃহে

বেলঘড়িয়া রাজবাড়িতে শুরু হল 'রক্তবীজ'-এর শুটিং। খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। তবে এবার একটু চেনা ছক ভেঙে থ্রিলার ঘরানার ছবি ভক্তদের উপহার দিতে চলেছে উইন্ডোজ। ক্রাইম থ্রিলারের এই ছবিতেই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধবেন আবির ও মিমি।

সকাল সকাল ফের নয়া চমক দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাদের জুটি মানেই নয়া কিছু চমক থাকবে ভক্তদের জন্য। উইন্ডোজ প্রোডাকশনের অফিসিয়াল পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে একটি ক্ল্যাপস্টিকের ছবি দেখা যাচ্ছে। ছবি দেখেই বোঝা যাচ্ছে, ছবির শুটিং শুরু হল। ক্যাপশনে লেখা- যাত্রা শুরু হল আজ থেকে, এই দুর্গাপুজোয় আসছে রক্তবীজ। যেমন বলা ঠিক তেমনই কাজ। ১৫ মার্চ থেকে শুরু হল 'রক্তবীজ'-এর শ্যুটিং। জানা গিয়েছে কলকাতা এবং সংলগ্ন ধূলাগড়, বোলপুর, বানতলায় ছবির শ্যুটিং হবে 'রক্তবীজ'-এর ।

বেলঘড়িয়া রাজবাড়িতে শুরু হল 'রক্তবীজ'-এর শুটিং। খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। তবে এবার একটু চেনা ছক ভেঙে থ্রিলার ঘরানার ছবি ভক্তদের উপহার দিতে চলেছে উইন্ডোজ। ক্রাইম থ্রিলারের এই ছবিতেই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধবেন আবির ও মিমি। কিছুদিন আগেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে নিয়ে নতুন কিছু নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেইমতো কথা ও রেখেছেন তারা। 'রক্তবীজ'-এর সমস্ত কলাকুশলীদের নামও প্রকাশ্যে এনেছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। শিবপ্রসাদ ও নন্দিতা জুটির আমকামিং ছবি 'রক্তবীজ'-এর মুখ্য ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে। 

Latest Videos

 

 

রক্তবীজ-এ মিমি ও আবীর ছাড়াও অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অনুসূয়া মজুমদার। যদিও এর আভাসও আগে দিয়েছিলেন পরিচালক জুটি। ৪ মার্চ স্ক্রিপ্ট পড়তে উইন্ডোজের অফিসে আসেন টলিপাড়ার দুই বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনুসূয়া মজুমদার। এবং সেখানেই আগামী ছবির পাকা কথা বলেন তারা। এছাড়াও রয়েছেন-অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, দেবাশীষ ভট্টাচার্য। ছবির মিউজিকের দায়িত্ব রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায় এবং দোহার। বেশিরভাগ সময়েই পারিবারিক ছবিই দর্শকদের উপহার দিয়েছে উইন্ডোজ প্রোডাকশন।

 

 

'রক্তবীজ'-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন অরিত্র মুখোপাধ্যায়। এর আগেও শিবপ্রসাদ ও নন্দিতাকে সঙ্গে কাজ করেছেন অরিত্র মুখোপাধ্যায়। 'গোত্র'-র পরে 'রক্তবীজ' ছবিতে ৪ বছর পরে ফের একসঙ্গে কাজ করছি আমরা। ভীষণ ভাল লাগছে। ক্রাইম থ্রিলারে এই ছবিতেই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধবেন আবির ও মিমি। 

 

 

তবে মিমি এর আগে পোস্ত ছবিতে শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে কাজ করেছেন। এছাড়া আবির চট্টোপাধ্যায় চলতি বছরে উইন্ডোজের সঙ্গে দুটো ছবিতে কাজ করছেন। মে মাসেই মুক্তি পাচ্ছে ফাটাফাটি। যেখানে আবিরের বিপরীতে ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে। অন্যদিকে মিমির সঙ্গে নতুন ছবিতে প্রথমবার কাজ করছেন আবির। পুজোতেই আসতে চলেছে 'রক্তবীজ'।

 

 

Share this article
click me!

Latest Videos

Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News