মানুষ ছবির প্রমোশনে মুম্বইয়ে হাজির জিৎ ও সুস্মিতা। ২৪ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। তার আগে জুহু-র এক পাঁচ তারা হোটেলে দেখা গেল তাঁদের। কালো পোশাকে হাজির হয়েছিলেন জিৎ ও সুস্মিতা দুজনেই।
২৪ নভেম্বর মুক্তি পাবে মানুষ ছবিটি। জিৎ তাঁর আসন্ন ছবি নিয়ে খবরে এলেন। ছবির প্রমোশনে কালো পোশাকে হাজির হয়েছিলেন জিৎ ও সুস্মিতা দুজনেই। জিৎ-কে দেখা গেল কালো রঙের জ্যাকেট ও জিন্সে। একেবারে মাচো লুকে ধরা দিলেন তিনি। মুখ ভর্তি দাড়ি, গলায় হার ও চোখে সানগ্লাস। তেমনই সুস্মিতাকে দেখা গেল কালো রঙের লং ড্রেসে। নেটের কাজ করা এই পোশাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাঁকে। ছবির প্রমোশন শেষে ক্যামেরা ম্যানদের সামনে পোজ দেন তারা।