মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের সব গানে গলা দেবেন দেবলীনা নন্দি! "তবে কি জনপ্রিয়তা পেতেই এই কারসাজি" শোরগোল সমাজ মাধ্যমে

Published : Jan 18, 2026, 10:14 AM IST
Debolina Nandy

সংক্ষিপ্ত

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের সব গানে গলা দেবেন দেবলীনা নন্দি! "তবে কি জনপ্রিয়তা পেতেই এই কারসাজি" শোরগোল সমাজ মাধ্যমে

বাংলা বিনোদন জগতে ফের আলোচনায় গায়িকা দেবলীনা নন্দী। এবার তিনি কণ্ঠ দিতে চলেছেন প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবনীভিত্তিক ছবিতে। এই ছবিতে মহুয়ার একটি বিশেষ গান দেবলীনাই গাইবেন বলে জানিয়েছেন ছবির প্রযোজক রানা সরকার। মহুয়া রায়চৌধুরী ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাঁর জীবন, লড়াই, সাফল্য ও ব্যক্তিগত যন্ত্রণার গল্প নিয়েই তৈরি হচ্ছে এই বায়োপিক। ছবিতে মহুয়ার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। 

পর্দায় অঙ্কিতার অভিনয়ের সঙ্গে দেবলীনাৰ কণ্ঠে গান দর্শকদের আলাদা অনুভূতি দেবে বলেই মনে করছেন নির্মাতারা। প্রযোজক রানা সরকার জানিয়েছেন, দেবলীনাৰ জীবনের কিছু অভিজ্ঞতার সঙ্গে মহুয়ার জীবনের মিল রয়েছে। সেই কারণেই ছবির গানের জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছে। দেবলীনার কণ্ঠে মহুয়ার আবেগ, যন্ত্রণা ও শক্তিকে আরও বাস্তবভাবে তুলে ধরা যাবে বলেই তাঁদের বিশ্বাস।

 সম্প্রতি ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কের কারণে কিছুটা সময় কাজ থেকে দূরে ছিলেন দেবলীনা। তবে এই নতুন সুযোগকে তিনি নিজের কেরিয়ারে নতুন অধ্যায় হিসেবে দেখছেন। তাঁর মতে, মহুয়ার মতো একজন কিংবদন্তি শিল্পীর ছবিতে গান গাওয়া তাঁর কাছে সম্মানের। ছবিতে কতগুলি গান থাকবে বা কবে রেকর্ডিং শুরু হবে, তা এখনও চূড়ান্ত নয়। তবে খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। মহুয়া রায়চৌধুরীর জীবনের গল্প বড় পর্দায় দেখার পাশাপাশি দেবলীনাৰ কণ্ঠে গান শোনার অপেক্ষায় রয়েছেন বাংলা ছবির দর্শকরা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেরিয়ারে নতুন মাইলফলক, সুপাস্টার দেবের নাম চালু হল ডাকটিকিট, কী প্রতিক্রিয়া অভিনেতার?
সুকান্ত-র 'দেশলাই কাঠি' নিয়ে ব়্যাপ! জনপ্রিয় কবিতা পরিণত হল গানে, রিলিজ করার আগেই মানুষের চর্চায় 'অদম্য'