মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির প্রথম গান 'এই দেশ আমার' । গানের কথা ও সুর নীলায়ন চট্টোপাধ্যায়ের । গানটিতে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম ।
মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির প্রথম গান 'এই দেশ আমার' । গানের কথা ও সুর নীলায়ন চট্টোপাধ্যায়ের । গানটিতে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম । ১৯ অক্টোবর মুক্তি পাবে দেবের 'বাঘা যতীন' । ২০ অক্টোবর দেশজুড়ে হিন্দিতে মুক্তি পাবে এই ছবি । দেব ছাড়াও ছবিতে আছে সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য, সৃজা দত্ত প্রভৃতি ।