রহস্যে মোড়া 'কাবেরী অন্তর্ধান', দীর্ঘ ২৫ বছর পর একফ্রেমে প্রসেনজিৎ-শ্রাবন্তী

পরিচালনা থেকে এখন অভিনেতা। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি কাবেরী অন্তর্ধান নিয়ে এই মুহূর্তে টানটান উত্তেজনা। আজই ছবির শুভমুক্তি। পাহাড়ের কুয়াশায় অদেখা শব্দের রহস্য তৈরি করে। সেই রহস্যে মিলেমিশে রয়েছে কাবেরী অন্তর্ধান।

 

Riya Das | Published : Jan 20, 2023 2:43 PM / Updated: Jan 20 2023, 02:48 PM IST
110

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাবেরী অন্তর্ধান আজই মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই ছবি নিয়ে টানটান উত্তেজনা রয়েছে দর্শকদের মধ্যে। কৌশিক গঙ্গোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

210

এই নিয়ে চতুর্থবার একসঙ্গে কাজ করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগের তুলনায় সম্পর্কটাও অনেক বেশি পোক্ত হয়েছে। কাজের বাইরেও ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়েছে তাদের।

310

প্রসেনজিৎ  চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রথম কাজ ছিল কিশোর কুমার জুনিয়র। তারপর দৃষ্টিকোণ, জ্যেষ্ঠপুত্র । এবার  কাবেরী অন্তর্ধান ছবিতে নতুন করে আবার চমক নিয়ে হাজির হচ্ছেন প্রসেনজিৎ ও কৌশিক গঙ্গোপাধ্যায়।
 

410

সাতের দশকের প্রেক্ষাপট নিয়ে নতুন ছবি তৈরি করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।  একদিকে নকশাল আন্দোলনের শেষভাগ, অন্যদিকে দেশে জরুরি অবস্থা ঘোষণার মধ্যেই আবর্তিত  কাবেরী অন্তর্ধান  ছবির কাহিনি।

510


ছবির চরিত্ররা মুহূর্তের মধ্যে ফিরে যাবে পচাত্তর সালে। জরুরি অবস্থার মধ্যে হঠাৎ করে হারিয়ে যাবে কাবেরী । এবং  সেই রহস্যের কিনারা করতেই কৌশিকের এই নতুন ছবি। ছবির এই বিষয়বস্তুকে ঠিক কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন পরিচালক, তা-ই দেখার।
 

610

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া কাবেরী অন্তর্ধান  ছবিতে অভিনয় করছেন  শ্রাবন্তী চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য,  কৌশিক সেন, শিশুশিল্পী অ্যাডোলিনা ও ইন্দ্রনীল সেনগুপ্ত।

710

এই প্রথমবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে নায়িকাকে। ২৫ বছর পর প্রসেনজিৎ-শ্রাবন্তীকে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে।

810


এর আগে মায়ার বাঁধন ছবিতে মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট শ্রাবন্তী। দীর্ঘ এত বছর পর কাবেরী অন্তর্ধান  ছবিতে দেখা যাবে শ্রাবন্তী ও প্রসেনজিৎকে । সাতের দশকের এমার্জেন্সির প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির গল্প।  
 

910

কাবেরী অন্তর্ধান  ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পুরোপুরি  অন্যরকম ভাবে দেখা যাবে। এর আগে এমন চরিত্রে আগে কখনও দেখা যায়নি। ঠিক তেমনই মেয়ের ভূমিকায় অভিনয় করা শ্রাবন্তীও তিন দশক পর পুরে অন্যরকম ভাবে বুম্বাদার সঙ্গে ছবিতে অভিনয় করতে চলেছেন।

1010


 

কৌশিক গঙ্গোপাধ্যায় একাধারে যেমন পরিচালক তেমনি তিনি যে কত বড় মাপের অভিনেতা তা সকলেই এতদিনে বুঝে গেছেন। এই ছবিতে বিপ্লবের মাঝে ভালবাসার গল্প বলবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবির মধ্য দিয়েই সিনেমাপ্রিয় দর্শকরা এক অন্য প্রসেনজিৎকে দেখতে পাবে।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos