অন্তঃসত্ত্বা শুভশ্রীর ফিটনেস ভিডিও দেখুন, দ্বিতীয় সন্তানের জন্মের আর মাত্র বাকি ৪ মাস

Published : Aug 25, 2023, 04:44 PM IST
Fitness conscious Subhasree is spending time in the gym before the birth of her second child bsm

সংক্ষিপ্ত

শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের শরীরচর্চার ভিডিও আপলোড করেছেন শুভশ্রী। ধুসুর টিশার্ট, ব্ল্যাক প্যান্ট আর স্পোর্টশুতে অনবদ্য শুভশ্রী। 

রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তানের জন্মের বাকি মাত্র চার মাস। ডিসেম্বেরর দ্বিতীয় সপ্তাহে জন্ম নেওয়া কথা তাঁদের দ্বিতীয় সন্তানের। অন্তঃসত্ত্বা অবস্থা চুটিয়ে উপভোগ করছেন টলিউড ডিভা শুভশ্রী। ফিটনেস সচেতন শুভশ্রী এখনও দীর্ঘ সময় কাটাচ্ছেন জিমে। সেই ছবিও তিনি সম্প্রতি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের শরীরচর্চার ভিডিও আপলোড করেছেন শুভশ্রী। ধুসুর টিশার্ট, ব্ল্যাক প্যান্ট আর স্পোর্টশুতে অনবদ্য শুভশ্রী। তিনি নিজের শরীর চর্চার নানা ধরনের মুহূর্ত তুলে ধরেছেন। একদিন পর্যন্ত হিন্দি ছবির নায়িকাদেরও এজাতীয় ছবি শেয়ার করতে দেখা যেতে। তবে তাদের থেকে পিছিয়ে নেই বাংলার শুভশ্রী। আরও একবার নিজেকে প্রমাণ করলেন তিনি।

 

 

তবে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, কাজের মধ্যে রয়েছেন শুভশ্রী। ব্যস্ততা তাঁর নিত্য সঙ্গী। তবে ডিসেম্বরে তারা দুজনেই কাজ কম নিয়েছেন। কারণ সেই সময়ই তাঁদের ঘরে নতুন অতিথি আসার কথা রয়েছে। তবে এখন শুভশ্রী নতুন কোনও ছবির হাত নেননি। তবে নিজের প্রডাকশান হাউস খুলেছেন। রাজ চক্রবর্তীর নতুন ছবি আবার প্রলয়ের সহ-প্রযোজকও তিনি। তাই কিছুটা ব্যস্ত ছিলেন এই ছবি মুক্তির সময়। শুভশ্রী ঘনিষ্টরা অনেকেই বলেছেন, এখন কিছুটা বিশ্রামে থাকতে চান নায়িকা। তবে ডিসেম্বের মাসের সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের গোড়ার দিকে তাঁকে আবারও শ্যুটিং ফ্লোরে দেখা যেতে পারে। এখন অবশ্য হাতে কোনও কাজ নেই। তবে রাজ জানিয়েছেন, দিনভর ব্যস্ত রাখেন শুভশ্রী। সবকিছুই স্বাভাবিক রয়েছে। প্রথম সন্তানের সময় শুভশ্রী অনেক বাধা নিষেধের মধ্যে দিয়ে চলেছেন। এখন আর তেমন পরিস্থিতিত নেই। সবকিছুই স্বাভাবিক রয়েছে বলেও শুভশ্রীর ঘনিষ্টরা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় রীতিমত সক্রিয় থাকেন শুভশ্রী। রাজের সঙ্গে নিজের ছবি যেমন শেয়ার করেন, তেমনই তাঁদের ছোট্ট সন্তান ইউভানের ছবিও শেয়ার করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যাও অসংখ্য। তাঁদের বিদেশে ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত জনপ্রিয়। যেখানে অনেকেই শুভশ্রীকে হট আর সেক্সি বলে থাকেন।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার