রাজ শুভশ্রী থেকে শ্রাবন্তী, সৌরভ, অনির্বানর ১৪ জানুয়ারি পিকনিক করলেন টলিউডের সকল তারকারা। নাচে গানে জমে উঠল টলিউডের সেই ছুটির দিন।
গান-নাচে জমে উঠল শীতের দুপুর। ১৪ জানুয়ারি পিকনিক করলেন টলিউডের সকল তারকারা। ছুটির মেজাজে দেখা গেল সকলকে। নাচে গানে জমে উঠল টলিউডের সেই ছুটির দিন। ভাইরাল হওয়া ছবিতে রাজ শুভশ্রী থেকে শ্রাবন্তী, সৌরভ দাস থেকে ঋদ্ধিমা। ছিলেন ঐন্দ্রিলা, পাওলি দাম, অনির্বান ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, কমলেশ্বর মুখোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায় সহ আরও অনেকে।