দুর্গাপুজোর আগে জমজমাটি সাজে সোশ্যাল দুনিয়ায় রাজ করছেন অভিনেত্রী। বিশেষ নজর কেড়েছে আঁচলে আঁটা ভ্রমর আকৃতির ব্রোচটি। তার সঙ্গে হিটলিস্টে রয়েছে তাঁর ফুলের সানগ্লাসটিও।
দুর্গাপুজোর সাজে লাস্যময়ী স্বস্তিকা মুখোপাধ্যায়। শাড়িতে তিনি বরাবরই নজরকাড়া, তাও আবার যদি পরনে থাকে ‘মায়ের শাড়ি’, তাহলে তো কথাই নেই। দুর্গাপুজোর আগে জমজমাটি সাজে সোশ্যাল দুনিয়ায় রাজ করছেন অভিনেত্রী। বিশেষ নজর কেড়েছে আঁচলে আঁটা ভ্রমর আকৃতির ব্রোচটি। তার সঙ্গে হিটলিস্টে রয়েছে তাঁর ফুলের সানগ্লাসটিও।