Yash Dasgupta: ইদে ছবি পোস্ট করে শুভেচ্ছা যশ দাশগুপ্তের! তারপর যা হল.....
সোমবার বিশ্বজুড়ে পালিত হয়েছে ইদ। আর এই বিশেষ দিনে নিজেদের চমৎকার লুকস সামনে আনলে যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান। ইদের আগেই মুক্তি পেয়েছে সাকিব খান ও নুসরাতের চাঁদ মামা গান।
ইদের দিনে এক দরগাতে দেখা গেল যশ-নুসরাতকে। সেখান থেকেই সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন এই দুই তারকা। ব্যাস তারপর থেকেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে নেট মাধ্যমে। বিশেষ করে যশের ছবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
এদিন যশ একটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁকে কালো রঙের জোব্বা জিলবাব পড়ে দেখা গিয়েছে।মাথায় পড়া রয়েছে সৌদি আরবের একটি বান্দানা, চোখে সানগ্লাস। এই ছবিই পোস্ট করে সকলকে ইদ মোবারক জানান যশ।
এরপরেই অভিনেতার কমেন্ট বাক্স ভরে গিয়েছে জয় শ্রীরাম স্লোগানে। অনেকেই তাঁর ধর্ম নিয়ে কটাক্ষ করেন। অনেকে আবার লিখেছেন, " এভাবেই এঁরা নিজের ধর্মকে বিনাশ করে।"
অন্যদিকে একই দরগায় পোজ দিয়ে ছবি তুলেছেন নুসরাত জাহান। নিল রঙের ঢিলেঢালা পোশাক খিমার পরেছিলেন। তবে যশের মতো নুসরাতকে তেমন কোনও কটাক্ষের শিকার হতে হয়নি। বরং পরের পর শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে তাঁর পোস্ট।
জানা গিয়েছে, চলতি বছরে কিছুদিনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন যশ ও নুসরাত। সেখানকার দরগার ছবিই ইদের দিনে পোস্ট করলেন এই সেলেব দম্পতি।