মাচা শো-তে গিয়ে কী হেনস্থার শিকার, মারলেন ঘুষি, কী হয়েছিল শ্রাবন্তীর সঙ্গে?

সংক্ষিপ্ত

ভাইরাল ভিডিওতে শ্রাবন্তীকে এক যুবকের ওপর চোটপাট করতে দেখা যায়। নায়িকা জানান, অসমে এক অনুষ্ঠানে অশ্লীলভাবে স্পর্শ করার চেষ্টার প্রতিবাদে তিনি এমন পদক্ষেপ নেন।

বেশ কিছুদিন ধরে খবরে টলি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ক্যামেরা বা উপস্থিত লোকজনের তোয়াক্কা না করে একটি যুবকের ওপর চোটপাট করছেন নায়িকা। এই ভিডিও ভাইরাল হতেই নানান প্রশ্ন উঠেছে। কেউ প্রশ্ন করেছেন কোথায় ঘটেছে এই ঘটনা? আবার কেউ বলেন কী এমন ঘটেছে যে এমন পদক্ষেপ নিলেন নায়িকা? তেমনই কেন তিনি এত চোটে গেলেন?

এই সবের উত্তর দিলেন নায়িকা। এক সংবাদমাধ্যমে এই নিয়ে এক সাক্ষাৎকার দেন। সেখানে বলেন, ঘটনার বয়স ২ মাস। এই শীতে অসমে গিয়েছিলেন নায়িকা। উদ্দেশ্য ছিল মাচা শো। এরকমই এক শো-এ হাজির হতেই জনতা তাঁকে ঘিরে ফেলে। তিনি বলেন, ব্যবস্থাপনা একেবারেই ভালো ছিল না। হঠাৎই ভিড় এতে একটা হাত তাঁর দিকে এগিয়ে আছে। অশ্লীল ভাবে ছোঁয়ার চেষ্টা করে। তিনি বলেন, ‘আমার দুই হাত বুকের কাছে ছিল। নয়তো ওর উদ্দেশ্য ঠিক কী তা আশা করি বুঝতে পারছেন। সে সময় আর কিছু মাথায় ছিল না। হাতটা ধরে পাল্টা চড়-ঘুষি মেরে দিই। কী করব বলুন। তারকা তো পরে, আগে তো আমি একজন মেয়ে।… আমাকে পাঁচটা মানুষ চেনেন, আমার সঙ্গে যদি এমনটা ঘটতে পারে, তবে সাধারণ মেয়েদের কত না অসুবিধের মধ্যে যেতে হয়। ওউ কারণেই প্রতিবাদটা দরকার। অসভ্যতা করতে এলে পাল্টা মারো, যেমনটা আমি করেছি।

Latest Videos

এভাবেই সকলের সামনে সত্য জানালেন নায়িকা। জানালেন মাচা শো-তে গিয়ে কী হেনস্থা হতে হয় তাঁকে। যার প্রতিবাদ করেছেন নায়িকা। এক যুবক বাজে ভাবে তাঁকে স্পর্শ করার চেষ্টা করে। যার প্রতিবাদ করেন তিনি নিজেই। ক্যামেরা বা উপস্থিত লোকজনের তোয়াক্কা না করে একটি যুবকের ওপর চোটপাট করছেন নায়িকা। তাঁকে মারধর করে। চড়-ঘুষি মারে যুবক। এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

 

 

Share this article
click me!

Latest Videos

যে রাজ্যে চাকরি নেই সেখানে কীসের যোগ্য অযোগ্য? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন রোদ্দুর রায়
‘তৃণমূলের কাছ থেকে চাকরি কিনেছেন যারা মমতার কাছ থেকে টাকা চান’ মমতা সরকারকে একহাত নিলেন সুকান্ত