ছবির প্রমোশনে জিৎ ও সুস্মিতা, ইদে মুক্তি পাবে 'চেঙ্গিজ'। আসন্ন ছবি 'চেঙ্গিজ' নিয়ে ফের শিরোনামে জিৎ। ছবির প্রমোশনে দেখা মিলল জিৎ ও সুস্মিতার। গল্পের কেন্দ্রে গ্যাংস্টারের কাহিনি। হিন্দি ও বাংলা দুটো ভাষাতে মুক্তি পাবে ছবিটি।
ছবির প্রমোশনে জিৎ ও সুস্মিতা, ইদে মুক্তি পাবে 'চেঙ্গিজ'। আসন্ন ছবি 'চেঙ্গিজ' নিয়ে ফের শিরোনামে জিৎ। ছবির প্রমোশনে দেখা মিলল জিৎ ও সুস্মিতার। গল্পের কেন্দ্রে গ্যাংস্টারের কাহিনি। হিন্দি ও বাংলা দুটো ভাষাতে মুক্তি পাবে ছবিটি। এবার সেই ছবির প্রমোশনে হাজির হলেন জিৎ। ছবিতে বাঙালির নায়িকাকে দেখা যাচ্ছে জিতের বিপরীতে। অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। নীরজ পাণ্ডের ছবি দিয়ে বলিউডে পা রাখছেন জিৎ।