অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিট তো কেটে ফেলেছেন, তবে পৌঁছোনোটাই বড় চ্যালেঞ্জ , কীভাবে যাবেন জেনে নিন

১৮ ফেব্রুয়ারি, অর্থাৎ আজ শনিবার ওয়াটার থিম পার্ক অ্যাকোয়াটিকাতে অনুষ্ঠিত হবে অরিজিতের কনসার্ট। অনুষ্ঠানে যে উপচে পড়া ভিড় থাকবে তা এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। গোটা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।

Web Desk - ANB | Published : Feb 18, 2023 4:18 AM IST

আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরেই সুরের জাঁদুতে তিলোত্তমা মাতাবেন অরিজিৎ সিং। জল্পনা-আলোচনা সমস্ত পেরিয় এবার কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে অরিজিৎ সিংয়ের কনসার্ট। ১৮ ফেব্রুয়ারি, অর্থাৎ আজ শনিবার ওয়াটার থিম পার্ক অ্যাকোয়াটিকাতে অনুষ্ঠিত হবে অরিজিতের কনসার্ট। ইতিমধ্যেই শো ঘিরে উত্তেজান তুঙ্গে ভক্তদের মধ্যে। বেশ কয়েকটি বড় বড় শহরে শো করে ঝড় তুলেছেন অরিজিৎ সিং। আর কলকাতাতেও কনসার্ট নিয়েও উৎসাহ টগবগিয়ে ফুটছে ভক্তদের। শো-এর টিকিটও প্রায় বিক্রি হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরেই শো-এর টিকিট নিয়ে তুমুল উত্তেজনা শুরু হয়েছিল। জানা গিয়েছে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তার কারণে ইকো পার্ক থেকে এই শো অ্যাকোয়াটিকাতে করা হচ্ছে।

'অরিজিৎ সিং ওয়ান নাইট ট্যুর অনলি কলকাতা’ অনুষ্ঠানে যে উপচে পড়া ভিড় থাকবে তা এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। গোটা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর অন্যতম কারণ অ্যাকোয়াটিকার পার্কিং। কারণ অ্যাকোয়াটিকাতে ২০০০-২৫০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এছাড়াও অ্যাকোয়াটিকাতে আসার জন্য সল্টলেক ও নিউটাউন থেকে যে দুটি রাস্তা ওয়াটার পার্ক পর্যন্ত এসেছে সেগুলিও যথেষ্ঠ সংকীর্ণ। তাই অনুষ্ঠানস্থল থেকে প্রায় এক-দেড় কিলোমিটার দূরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, পার্কিংয়ের জায়গা থেকে টোটো করে দর্শকদের মূল অনুষ্ঠান মঞ্চে আসতে হবে। যার জন্য ৬০-টি টোটোরও ব্যবস্থা করা হয়েছে পুলিশ উদ্যোক্তাদের পক্ষ থেকে।

Latest Videos

 

 

প্রায় একমাস ধরেই অরিজিৎ সিং-য়ের শো নিয়ে উত্তেজনা তুঙ্গে। অবশেষে আজ সেই দিন চলে এসেছে। আর মাত্র কয়েকঘন্টার পর সেই কাঙ্খিত কনসার্ট শুরু হতে চলেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জানা গিয়েছে অরিজিৎ সিং খোলা মঞ্চে গান গাইবেন। যেখানে প্রায় ১০ থেকে ১২ হাজার দর্শক উপস্থিত থাকবেন। তাই কনসার্ট চলাকালীব যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ৬ জন ডিসি এবং ১১ জন এসি পদমর্যাদার অফিসার। কলকাতা পুলিশের পাশাপাশি বিধাননগর কমিশনারেটের নিউটাউন ও ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ রাস্তায় নিরাপত্তা ও পার্কিংয়ের গোটা বিষয়টি দেখাশোনা করবেন। এবং অ্যাকোয়াটিকায় ৪৫০ জন পুলিশ আধিকারিক ও ৩০০ জন বাউন্সার থাকবেন। এছাড়া পার্কিংয়ের দেখাশোনার জন্য ২৫০ জন পুলিশ ও সিভিক ভলান্টিয়ার রাখা হয়েছে। সূত্রের খবর, অ্যাকোয়াটিকা থেকে ১ কিলোমিটার দূরে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হাসপাতাল, আইডিয়াল ভিলা, সল্টলেকের লোহাপুল ও থাকদাড়িতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং সল্টলেক লোহাপুল ও নিউটাউনের ১৮ তলা বিল্ডিংয়ের কাছে ৩০ টি টোটো রাখা থাকবে, যেগুলি বিনামূল্যে দর্শকদের অনুষ্ঠান স্থলে রাখা থাকবে। বেশ কিছু কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে কনসার্টে। যেমন দর্শকদের গতিবিধি লক্ষ্য করার জন্য অসংখ্যা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। যা কন্ট্রোল রুমের পাশাপাশি লালবাজার থেকে দেখা যাবে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
গেদে সিমান্তে বন্ধ ভিসা! বাংলাদেশ অশান্তিতে বিপাকে ব্যবসায়ীরা! | Nadia News Today
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো