হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভালের আনুষ্ঠানিক ঘোষণা । তৃতীয় বর্ষে হতে চলেছে বৃহত্তর আয়োজন, সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উৎসবের পরিচালক এবং জুড়ি সদস্যরা |
হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভালের আনুষ্ঠানিক ঘোষণা । তৃতীয় বর্ষে হতে চলেছে বৃহত্তর আয়োজন, সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উৎসবের পরিচালক এবং জুড়ি সদস্যরা | উপস্থিত ছিলেন অর্ঘ্য কমল মিত্র, জয়া শীল ঘোষ, নবারুণ বোস, দেবাশীষ রায়, সন্দীপন রায় ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা | উৎসব চলবে ১০ই জানুয়ারি ২০২৩ থেকে ১৫ ই জানুয়ারি ২০২৩ | নির্বাচিত শর্ট ফিল্ম গুলি অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই প্রদর্শিত হবে | ১৫ ই জানুয়ারি রোটারি সদনে হবে উৎসবের মূল | অনুষ্ঠান