২ বছর আগে পরিচালকে লুকিয়ে বিয়ে! এক সন্তানের মা বাংলাদেশের নায়িকা মেহজবিন?

তাঁদের গোপন বিয়ের চর্চা শুরু হতেই ফেসবুকে সরব মেহজবিন। বিরক্তি প্রকাশ করে লিখেছেন, ‘হলুদ সাংবাদিকতার আত্মার শান্তি কামনা করি!’

শাকিব খানের বিয়ের চর্চা এখনও ফুরোয়নি। তার মধ্যেই ফের তোলপাড় বাংলাদেশ। ও পার বাংলার প্রথম সারির নায়িকা মেহজবিন চৌধুরী নাকি পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করছেন। রাজীব বিজ্ঞাপনী ছবি বানান। বুধবার এই খবরেই সরগরম সংবাদমাধ্যম। এবং শুধু এই একটি খবর নয়। বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, তারকা দম্পতির নাকি শিশু সন্তানও রয়েছে। মেহজবিন এক ছেলের মা! একরত্তির ছবিও ইতিমধ্যেই ভাইরাল। সে দেশের সাংবাদিকদের দাবি, শাকিব খান-অপু বিশ্বাস-বুবলির মতোই লুকিয়ে বিয়ে করেছেন রাজীব-মেহজবিন। গোপন রেখেছেন সেই বিয়ে। তাঁদের সন্তানের কথাও।

Latest Videos

এত দিন ধরে গোপনে রাখা সেই গুঞ্জন প্রকাশ্যে এল কী ভাবে? সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন মুলুকে গিয়েছিলেন নায়িকা। সঙ্গী ছোট পর্দার আরও দুই জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, তাসনিয়া ফারিন। তিশার রিল ভিডিয়োয় নাকি দেখা গিয়েছে, মেহজবিন এবং রাজীব পরস্পরের হাত ধরে হাঁটছেন। তার পরেই চর্চা শুরু। যদিও তিশার ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ধরনের কোনও রিল দেখা যায়নি। মেহজবিনের গোপন বিয়ের খবর ছড়াতেই অনুরাগীরা তাঁকে নায়িকা বুবলির সঙ্গে তুলনা করেছেন। তাঁদের মতে, বুবলিও শুরুতে শাকিবের সঙ্গে তাঁর বিয়ে এবং সন্তানের কথা গোপন রেখেছিলেন। সময়ে সব প্রকাশ্যে এসেছে। একই পথে হাঁটছেন মেহজবিনও। এখন তিনি সবটাই অস্বীকার করছেন। সময়ে সবটাই স্বীকার করে নেবেন। পাশাপাশি, আরও একটি ভিডিয়ো ভাইরাল। সেখানে মেহজবিন লাইভে এসে নাকি তাঁর পরিবারের এক শিশু সদস্যকে দেখিয়েছেন। নায়িকা নিজেই তার নাম বলেছেন ‘মহব্বত’।

ভাইরাল ভিডিয়ো দেখে অনুরাগীদের ধারণা, এই শিশু রাজীব-মেহজবিনের। এ ছাড়া, মেহজবিনের ফেসবুকে রাজীবের সঙ্গে তোলা একাধিক ছবিও রয়েছে। যেমন, ২০১৮-য় তিনি তাঁর আর রাজীবের একটি ছবি পোস্ট করেন। মন্তব্যে লেখেন, “ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।” তাঁদের গোপন বিয়ের চর্চা শুরু হতেই ফেসবুকে সরব মেহজবিন। বিরক্তি প্রকাশ করে লিখেছেন, ‘হলুদ সাংবাদিকতার আত্মার শান্তি কামনা করি!’

মেহজবিনের মতোই এখনও ধোঁয়াশায় শাকিব খান-অপু বিশ্বাস-বুবলির বিয়ের খবর। শাকিব-অপু পর্ব সম্ভবত শেষ। যদিও চর্চার মধ্যেই অপুর সিঁথিতে সিঁদুর গুঞ্জনে নতুন ইন্ধন জুগিয়েছিল। উভয় নায়িকারই একটি করে পুত্র সন্তান। দুই অভিনেত্রীই নিজের দায়িত্বে সন্তান মানুষ করছেন। নিষ্পাপ শিশুদের মুখ দেখে বহু অনুরাগী সোশ্যাল মাধ্যমে সরাসরি লিখেছেন, ‘এদের দেখলে মায়া হয়। বাবা হিসেবে শাকিব খান নিজের দায়িত্ব পালন করবেন তো?’

 

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন