২ বছর আগে পরিচালকে লুকিয়ে বিয়ে! এক সন্তানের মা বাংলাদেশের নায়িকা মেহজবিন?

Published : Nov 10, 2022, 04:47 PM ISTUpdated : Nov 10, 2022, 04:56 PM IST
Mehazabien Chowdhury

সংক্ষিপ্ত

তাঁদের গোপন বিয়ের চর্চা শুরু হতেই ফেসবুকে সরব মেহজবিন। বিরক্তি প্রকাশ করে লিখেছেন, ‘হলুদ সাংবাদিকতার আত্মার শান্তি কামনা করি!’

শাকিব খানের বিয়ের চর্চা এখনও ফুরোয়নি। তার মধ্যেই ফের তোলপাড় বাংলাদেশ। ও পার বাংলার প্রথম সারির নায়িকা মেহজবিন চৌধুরী নাকি পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করছেন। রাজীব বিজ্ঞাপনী ছবি বানান। বুধবার এই খবরেই সরগরম সংবাদমাধ্যম। এবং শুধু এই একটি খবর নয়। বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, তারকা দম্পতির নাকি শিশু সন্তানও রয়েছে। মেহজবিন এক ছেলের মা! একরত্তির ছবিও ইতিমধ্যেই ভাইরাল। সে দেশের সাংবাদিকদের দাবি, শাকিব খান-অপু বিশ্বাস-বুবলির মতোই লুকিয়ে বিয়ে করেছেন রাজীব-মেহজবিন। গোপন রেখেছেন সেই বিয়ে। তাঁদের সন্তানের কথাও।

এত দিন ধরে গোপনে রাখা সেই গুঞ্জন প্রকাশ্যে এল কী ভাবে? সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন মুলুকে গিয়েছিলেন নায়িকা। সঙ্গী ছোট পর্দার আরও দুই জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, তাসনিয়া ফারিন। তিশার রিল ভিডিয়োয় নাকি দেখা গিয়েছে, মেহজবিন এবং রাজীব পরস্পরের হাত ধরে হাঁটছেন। তার পরেই চর্চা শুরু। যদিও তিশার ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ধরনের কোনও রিল দেখা যায়নি। মেহজবিনের গোপন বিয়ের খবর ছড়াতেই অনুরাগীরা তাঁকে নায়িকা বুবলির সঙ্গে তুলনা করেছেন। তাঁদের মতে, বুবলিও শুরুতে শাকিবের সঙ্গে তাঁর বিয়ে এবং সন্তানের কথা গোপন রেখেছিলেন। সময়ে সব প্রকাশ্যে এসেছে। একই পথে হাঁটছেন মেহজবিনও। এখন তিনি সবটাই অস্বীকার করছেন। সময়ে সবটাই স্বীকার করে নেবেন। পাশাপাশি, আরও একটি ভিডিয়ো ভাইরাল। সেখানে মেহজবিন লাইভে এসে নাকি তাঁর পরিবারের এক শিশু সদস্যকে দেখিয়েছেন। নায়িকা নিজেই তার নাম বলেছেন ‘মহব্বত’।

ভাইরাল ভিডিয়ো দেখে অনুরাগীদের ধারণা, এই শিশু রাজীব-মেহজবিনের। এ ছাড়া, মেহজবিনের ফেসবুকে রাজীবের সঙ্গে তোলা একাধিক ছবিও রয়েছে। যেমন, ২০১৮-য় তিনি তাঁর আর রাজীবের একটি ছবি পোস্ট করেন। মন্তব্যে লেখেন, “ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।” তাঁদের গোপন বিয়ের চর্চা শুরু হতেই ফেসবুকে সরব মেহজবিন। বিরক্তি প্রকাশ করে লিখেছেন, ‘হলুদ সাংবাদিকতার আত্মার শান্তি কামনা করি!’

মেহজবিনের মতোই এখনও ধোঁয়াশায় শাকিব খান-অপু বিশ্বাস-বুবলির বিয়ের খবর। শাকিব-অপু পর্ব সম্ভবত শেষ। যদিও চর্চার মধ্যেই অপুর সিঁথিতে সিঁদুর গুঞ্জনে নতুন ইন্ধন জুগিয়েছিল। উভয় নায়িকারই একটি করে পুত্র সন্তান। দুই অভিনেত্রীই নিজের দায়িত্বে সন্তান মানুষ করছেন। নিষ্পাপ শিশুদের মুখ দেখে বহু অনুরাগী সোশ্যাল মাধ্যমে সরাসরি লিখেছেন, ‘এদের দেখলে মায়া হয়। বাবা হিসেবে শাকিব খান নিজের দায়িত্ব পালন করবেন তো?’

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার