Chengiz: ছবিরে প্রমোশনে মুম্বইয়ে জিৎ ও সুস্মিতা, ইদে মুক্তি পাবে ‘চেঙ্গিজ’

Published : Apr 05, 2023, 11:15 AM ISTUpdated : Apr 05, 2023, 01:13 PM IST

ফের খবরে জিৎ। আসন্ন ছবি ‘চেঙ্গিজ’ নিয়ে বেশি কিছুদিন ধরে খবরে রয়েছে জিৎ। এবার ছবির প্রমোশনে মুম্বইয়ে দেখা মিলল জিৎ ও সুস্মিতার।

PREV
110

গল্পের কেন্দ্রে গ্যাংস্টারের কাহিনি। ভারত, বাংলাদেশ, উত্তরপ্রদেশ একচেটিয়া কারবার চেঙ্গিজের। তাঁর ভয়ে কাঁপে পুলিশ প্রশাসন। এরকমই এক কাহিনির আঁচ মিলল ট্রেলার থেকে। ৩ এপ্রিল মুক্তি পেয়েছে ট্রেলার।

210

হিন্দি ও বাংলা দুটো ভাষাতে মুক্তি পেয়েছে ছবিটি। এবার সেই ছবির প্রমোশনে হাজির হলেন জিৎ।

310

নীরজ পাণ্ডের ছবি দিয়ে বলিউডে পা রাখছেন জিৎ। অভিনেতার মুখে শোনা যাচ্ছে হিন্দি সংলাপ। ছবি জুড়ে রয়েছে বহু অ্যাকশন সিক্যোয়েন্স। এর আগে বহু অ্যাকশন সিক্যোয়েন্সে দেখা গিয়েছে জিৎকে। এবারও রয়েছে এমন ঝলক।

410

ছবিতে বাঙালির নায়িকাকে দেখা যাচ্ছ জিতের বিপরীতে। অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। এই প্রথম অ্যাকশন সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। ঈদ উপলক্ষ্যে ২১ এপ্রিল মুক্তি পেতে পারে ছবিটি।

510

সদ্য ‘চেঙ্গিজ’ ছবির প্রমোশনে দেখা গেল জিৎ ও সুস্মিতাকে। মুম্বইয়ে উপস্থিত হলেন তারা। জিৎকের পরনে ছিল জিন্স আর প্রিন্টেড শার্ট। চোখে চশমা ও পায়ে বুট জুতো। নায়িকাকে সঙ্গী করে প্রোমোশনে হাজির হন জিৎ।

610

মুম্বইয়ে ছবির প্রোমোশনে সুস্মিতা চট্টোপাধ্যায় হাজির হন জিন্সের জাম্প স্যুট পরে। ট্যাঙ্ক টপের সঙ্গে স্টাইল করে পরেছিলেন জাম্প স্যুট। গলায় ছিল গোল্ডেন সেট। আর পায়ে পরেছিলেন সাদা স্নিকার্স। একেবারে অন্য ভাবে দেখা যায় সুস্মিতা চট্টোপাধ্যায়কে।

710

জানা গিয়েছে, ‘চেঙ্গিজ’-র গল্প লেখেন নীরজ পান্ডে ও রাজেশ গঙ্গোপাধ্যায়। প্রযোজনা করছেন জিৎ, গোপাল মাদনানি, অমিত জুমরানি। চলতি মাসের ২১ এপ্রিল মুক্তি পাবে ‘চেঙ্গিজ’।

810

ছবিতে চেঙ্গিজের ভূমিকায় দেখা যাবে জিৎকে। তাঁর বিপরীতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবিতে অ্যাকশন যেমন আছে তেমনই জমিয়ে রোম্যান্স করেছে জিৎ ও সুস্মিতা।

910

এদিকে এই ছবি নিয়ে আশাবাদী পুজো টলিউড। এবছর সকলকে ঈদে উপহার দিতে চলেছেন জিৎ। হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পাবে এই ছবি। ছবি উপলক্ষ্যে আগেই জিৎকে শুভেচ্ছা জানিয়েছেন দেব।

1010

১৯৭০ থেকে ১৯৯০ সালের মাঝামাঝি পর্যন্ত কলকাতার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি এই ছবি। আর কিছুদিনের অপেক্ষা। তারপরই বক্স অফিস মাত করতে আসছে ‘চেঙ্গিজ’।

click me!

Recommended Stories