শিবপ্রসাদ-নন্দিতার টানটান থ্রিলারে প্রথমবার একসঙ্গে মিমি-আবির, বোলপুরে চলছে 'রক্তবীজ'-এর শুটিং

Published : Mar 29, 2023, 06:07 PM IST

এবার বোলপুরে শুটিং শুরু হল 'রক্তবীজ'-এর। বেলঘড়িয়া রাজবাড়ির পর ছবির শুটিং চলছে বোলপুরে। 'রক্তবীজ'-এর শুটিং সেট থেকে ভাইরাল হওয়া ছবিতে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে পুরো ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে।

PREV
18

শিবপ্রসাদ ও নন্দিতার আপকামিং ছবি 'রক্তবীজ'- আসতে চলেছে খুব তাড়াতাড়ি।১৫ মার্চ থেকে শুরু হয়েছে 'রক্তবীজ'-এর শ্যুটিং।  চলতি বছরের পুজোতেই উইন্ডোজ প্রোডাকশনের  'রক্তবীজ' নিয়ে আসতে চলেছেন পরিচালক জুটি।

28

কলকাতা এবং সংলগ্ন ধূলাগড়, বোলপুর, বানতলায় ছবির শ্যুটিং হবে 'রক্তবীজ'-এর । এবার বোলপুরে শুটিং শুরু হল 'রক্তবীজ'-এর। বেলঘড়িয়া রাজবাড়ির পর ছবির শুটিং চলছে বোলপুরে।

38

'রক্তবীজ'-এর শুটিং সেট থেকে ভাইরাল হওয়া ছবিতে আবির চট্টোপাধ্যায়কে পুরো অন্যরকম একটি লুকে দেখা গিয়েছে। ভায়োলেট রঙের টি-শাট পরে দেখা গিয়েছে আবীর চট্টোপাধ্যায়কে। ছবির অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও কালো রঙের টি-শার্ট পরে দেখা গিয়েছে।

48

খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। তবে এবার একটু চেনা ছক ভেঙে থ্রিলার ঘরানার ছবি ভক্তদের উপহার দিতে চলেছে উইন্ডোজ। ক্রাইম থ্রিলারের এই ছবিতেই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধবেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী।

58

কিছুদিন আগেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে নিয়ে নতুন কিছু নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেইমতো কথা ও রেখেছেন তারা। 'রক্তবীজ'-এর সমস্ত কলাকুশলীদের নামও প্রকাশ্যে এনেছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি।

68

শিবপ্রসাদ ও নন্দিতা জুটির আমকামিং ছবি 'রক্তবীজ'-এর মুখ্য ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে। রক্তবীজ-এ মিমি ও আবীর ছাড়াও অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অনুসূয়া মজুমদার।

78

ক্রাইম থ্রিলারে এই ছবিতেই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধবেন আবির ও মিমি। তবে মিমি এর আগে পোস্ত ছবিতে শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে কাজ করেছেন। মিমির সঙ্গে নতুন ছবিতে প্রথমবার দেখা যাবে আবিরকে। চলতি বছরের পুজোতেই আসতে চলেছে 'রক্তবীজ'।

88

এছাড়াও আবির চট্টোপাধ্যায় চলতি বছরে উইন্ডোজের সঙ্গে দুটো ছবিতে কাজ করছেন। মে মাসেই মুক্তি পাচ্ছে  ‘ফাটাফাটি’। যেখানে আবিরের বিপরীতে ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে। 

click me!

Recommended Stories